শিশুদের জন্য তৈরি ঘড়িটি সময় দেখানোর পাশাপাশি ব্যবহারকারীর অবস্থানের তথ্য অভিভাবককে জানাতে পারে। এতে অভিভাবকেরা দূর থেকেই সন্তানের গতিবিধি সম্পর্কে জানতে পারেন। জার্মিন বাউন্স নামের এ ঘড়িতে টেক্সট ও অডিও বার্তাও পাঠানো যায়। ফলে শিশুরাও নিজেদের প্রয়োজনে অভিভাবকের কাছে বার্তা পাঠাতে পারে।
জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তির এ ঘড়িতে শিশুদের অবস্থানের সীমানা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যায়। ফলে শিশুরা নির্ধারিত সীমানার বাইরে গেলেই অভিভাবকদের বার্তা পাঠিয়ে সতর্ক করে ঘড়িটি।
জার্মিন অ্যাপের মাধ্যমে সন্তানের অবস্থানের তথ্য জানার পাশাপাশি অভিভাবকেরাও ঘড়িতে টেক্সট ও অডিও বার্তা পাঠাতে পারেন। ফলে সন্তানের কাছে মুঠোফোন না থাকলেও সহজে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। ঘড়িটির দাম ১৫০ ডলার।
সূত্র: দ্য ভার্জ