অ্যাপলের এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আসছে, দাম কত?

অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেটরয়টার্স

দীর্ঘদিন ধরেই ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। গত জুন মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি প্রদর্শনও করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আগামী বছরের শুরুতে হেডসেটটি বাজারে আনার ঘোষণা দেওয়া হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি অ্যাপল। তবে সম্প্রতি এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, ভিশন প্রো নামের হেডসেট আগামী ফেব্রুয়ারি মাসে বাজারে আনতে পারে অ্যাপল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে বাজারে আনার জন্য কয়েক সপ্তাহ ধরে ভিশন প্রো হেডসেটের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে অ্যাপল। পাশাপাশি হেডসেটটিতে নিজেদের তৈরি সফটওয়্যার ব্যবহার করে মতামত জানানোর প্রস্তুতি নিতে বিভিন্ন সফটওয়্যার নির্মাতাদের কাছে ই-মেইলও পাঠিয়েছে তারা। ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যের হেডসেটটি প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। তবে এ বিষয়ে বরাবরের মতো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, ‘রিয়েলিটি ওস’ অপারেটিং সিস্টেমে চলা হেডসেটটিতে ব্যবহার করা হবে শক্তিশালী এম ২ প্রসেসর। ফলে থ্রিডি (ত্রিমাত্রিক) ভিডিও দেখার পাশাপাশি অ্যাপলের মেসেজেস, ফেসটাইম এবং ম্যাপস অ্যাপগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। ভিশন প্রো হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্ত করতে পারে। ফলে যেকোনো অ্যাপ, ছবি বা ভিডিও চোখ ও আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে।
সূত্র: রয়টার্স, দ্য ভার্জ