নতুন আইফোনে নতুন কী রয়েছে, দাম কত?

নতুন আইফোন দেখছেন দর্শনার্থীরাএএফপি

গতকাল মঙ্গলবার ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের ৪টি আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এর মধ্যে আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে নানা আলােচনা। নতুন আইফোনে নতুন যেসব সুবিধা রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক—

আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স

ক্যামেরা: নকশায় তেমন পরিবর্তন না এলেও আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের প্রযুক্তিগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আইফোন ১৪–তে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের দুটি টেলিফটো ও আলট্রাওয়াইড ক্যামেরা থাকায় ব্যবহারকারীরা সহজেই উন্নত রেজল্যুশনের ছবি তুলতে পারবেন।

প্রসেসর: আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে এ১৭ প্রো প্রসেসর। অ্যাপলের প্রথম ৩ ন্যানোমিটারের এ প্রসেসরে একটি এভি১ ডিকোডার যুক্ত করা হয়েছে। এর ফলে ভিডিও স্ট্রিমিং স্বচ্ছন্দে করা যাবে।

পর্দার আকার: টাইটেনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হওয়ায় আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের আকার যথাক্রমে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চি।

ইউএসবি সি পোর্ট: ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনে অ্যাপল যন্ত্রে ইউএসবি সি পোর্ট যুক্তের কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। আর তাই আইফোন ১৫ সিরিজের সব ফোনেই লাইটনিং কানেক্টরের বদলে যোগ করা হয়েছে ইউএসবি সি পোর্ট। ফোনের নিচের অংশে সি পোর্টটি রয়েছে। এর ফলে ইউএসবি থ্রি কেব্‌ল ব্যবহার করে ১০ জিবিপিএস গতিতে ফাইল স্থানান্তর করা যাবে।

অ্যাকশন বাটন: আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। ফোনের পাশে থাকা বাটনটি দিয়ে সহজেই বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যাবে। ক্যামেরা বা ফ্ল্যাশলাইট চালু, ফোকাস মোড পরিবর্তন, বিভিন্ন ধরনের শর্টকাট সুবিধাও চালু করা যাবে এই অ্যাকশন বাটন ব্যবহার করে।

ওয়াই–ফাই: আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে যোগ করা হয়েছে ওয়াই-ফাই ৬ই প্রযুক্তি। এর ফলে দ্রুতগতির ওয়াই–ফাই ব্যবহার করা যাবে আইফোনগুলোতে।

দাম: ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন ১৫ প্রোর দাম ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। আর ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ধরা হয়েছে ১ হাজার ১৯৯ মার্কিন ডলার। আইফোনগুলো বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে।

আইফোন ১৫ ও ১৫ প্লাস

অ্যাপলের লাইটনিং কানেক্টরের বদলে আইফোন ১৫ ও ১৫ প্লাসেও যুক্ত করা হয়েছে ইউএসবি সি পোর্ট। ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোন দুটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ মার্কিন ডলার। ২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোনগুলো।