নতুন যেসব প্রযুক্তি দেখল বিশ্ব

যুক্তরাস্ট্রের লাস ভেগাসে চলছে কনজ্যুমার ইলেকট্রনিক শো। মেলায় ভার্জ টিএস আলট্রা নামের বৈদ্যুতিক মোটর বাইকরয়টার্স

নতুন বছরের শুরুতেই প্রতিবার নতুন প্রযুক্তির দেখা মেলে পৃথিবীর ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস)। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এ মেলায় নতুন পণ্য ও প্রযুক্তির ঘোষণার পাশাপাশি প্রিভিউ দেখা যায়। সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের চোখ থাকে সিইএস আসরে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তি–সংশ্লিষ্ট ব্যক্তিরা হাজির হন লাস ভেগাসের এ মেলায়।

৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে প্রদর্শনী শুরু হয়েছে গতকাল ৯ জানুয়ারি থেকে। চার দিনের মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

এরই মধ্যে বেশ কিছু প্রযুক্তিপণ্যের ঘোষণা ও প্রদর্শন নিয়ে শুরু হয়েছে হইচই। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল। সিইএসের এবারের আসরে ঘোষিত ও দেখানো উল্লেখযোগ্য কিছু পণ্য ও প্রযুক্তির কথা থাকছে এখানে।

আসুসের দুই পর্দার ল্যাপটপ
আসুস

দুই পর্দার আসুস ল্যাপটপ
দুই পর্দার ল্যাপটপ জেনোবুক ডুও এনেছে আসুস। আগের ডুও সংস্করণে ল্যাপটপে কি–বোর্ডের পাশে ছোট আকারের সেকেন্ডারি পর্দা থাকলেও এই সংস্করণে দুটি পর্দার মাপই সমান। এই ল্যাপটপের দুটি পর্দা ওএলইডি এবং ১৪ ইঞ্চির। রেজল্যুশনে পাওয়া যাবে ২৮৮০ x ১৮০০। ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ দুটি পর্দা মিলিয়ে মোট ১৯.৮ ইঞ্চির জায়গা পাওয়া যাবে। কি–বোর্ড সরিয়ে নিচের পর্দায় ভার্চ্যুয়াল কি–বোর্ড ব্যবহার করা যাবে। দুটি পর্দাকে একটি পৃষ্ঠে রাখা যাবে। ইন্টেল কোর আলট্রা ৯ ১৮৫ এইচ প্রসেসরের এই ল্যাপটপে থাকছে ৩২ গিগাবাইটের র‌্যাম ও ২ টেরাবাইট স্টোরেজ।
সূত্র: দ্য ভার্জ

স্যামসাংয়ের নতুন প্রযুক্তির মনিটর
স্যামসাং

স্বয়ংক্রিয়ভাবেই দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিকে রূপান্তর ঘটবে মনিটর
৩৭ ইঞ্চির ফোরকে রেজল্যুশনের গেমিং মনিটরের নমুনা দেখিয়েছে স্যামসাং। মনিটরটি স্বয়ংক্রিয়ভাবেই দ্বিমাত্রিক (টুডি) থেকে ত্রিমাত্রিকে (থ্রিডি) রূপান্তর করার সুযোগ রয়েছে। এতে রয়েছে চোখ ও মাথা অনুসরণ করার প্রযুক্তি। ফলে রং ও উজ্জ্বলতা ঠিক রেখে পর্দাটি ব্যবহারকারীর অবস্থান ও দৃষ্টি বিশ্লেষণ করে থ্রিডি অভিজ্ঞতা দিতে পারে। পর্দাটিতে থ্রিডি সিনেমা দেখা যাবে এবং ভিআর গেম খেলা যাবে।
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন
এলজির স্মার্ট টিভি
এলজি

এলজির স্বচ্ছ স্মার্ট টেলিভিশন
কয়েক বছর ধরে সিইএসের আসরে স্বচ্ছ পর্দার টেলিভিশনের নমুনা বা প্রোটোটাইপ দেখানো হলেও এবারই প্রথমবারের মতো স্বচ্ছ পর্দার ওএলইডি স্মার্ট টেলিভিশন দেখাচ্ছে এলজি। রিমোট কন্ট্রোল দিয়ে ৭৭ ইঞ্চির এই স্বচ্ছ পর্দার স্মার্ট টেলিভিশনের স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট প্যানেল পরিবর্তন করা যাবে। রিমোট দিয়ে ট্রান্সপারেন্ট প্যানেলের বৈপরীত্য বা কনট্রাস্টের মাত্রা বাড়িয়ে সাধারণ ওএলইডি টেলিভিশনের মতো করা যাবে। আবার ট্রান্সপারেন্ট প্যানেলের কনট্রাস্টের মাত্রা কমিয়ে পর্দা স্বচ্ছ করা যাবে। যাতে করে পর্দার পেছনের পটভূমিও দেখা যাবে। টিভিটি চলবে নিজস্ব ওয়েব ওএস দিয়ে। টেলিভিশনে স্ট্রিমিং যন্ত্র ও গেমিং কনসোল জিরো কানেক্ট বক্সের মাধ্যমে যুক্ত করা যাবে। ওএলইডি–টি প্রযুক্তির পর্দাযুক্ত স্মার্ট টেলিভিশনগুলোয় উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি আবহাওয়া, সময়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যও দেখা যাবে। এ বছরই স্বচ্ছ পর্দার টেলিভিশনটি আনবে এলজি। যদিও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

একসঙ্গে একাধিক ধরনের যন্ত্র চার্জ করা যাবে এই স্ট্যান্ডে
স্যাটেচি

একসঙ্গে তিন ধরনের যন্ত্র চার্জ করার চার্জিং স্ট্যান্ড
তারবিহীন, চৌম্বক শক্তির কিউআইটু প্রযুক্তির ফাস্ট চার্জিং স্ট্যান্ড দেখিয়েছে স্যাটেচি। থ্রি ইন ওয়ান ও টু ইন ওয়ান—এ দুই ধরনের ভাঁজযোগ্য (ফোল্ডেবল) কিউআইটু প্রযুক্তির চার্জিং স্ট্যান্ড দেখিয়েছে স্যাটেচি। থ্রি ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারপডস, ম্যাগসেফ বা কিউআইটুসহ ফোন এবং অ্যাপল ওয়াচ একই সঙ্গে চার্জ করা যাবে। আর টু ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারবাডস ও ফোন একসঙ্গে চার্জ করা যাবে। ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ডে ৪৫ ওয়াটের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে যন্ত্র দুটি পাওয়া যাবে। থ্রি ইন ওয়ান চার্জিং স্ট্যান্ডের দাম পড়বে ১২৯.৯৯ মার্কিন ডলার আর টু ইন ওয়ান চার্জিং স্ট্যান্ডের দাম ৭৯.৯৯ ডলার।

চালক ও গাড়ির নিরাপত্তা বাড়াতে ল্যাম্বরগিনির নতুন প্রযুক্তি
ল্যাম্বরগিনি

চালকের হৃৎস্পন্দন মাপবে ল্যাম্বরগিনির প্রযুক্তি
গাড়ি ও চালকের বিভিন্ন বিষয় পরিমাপের জন্য টেলিমেট্রি এক্স নামের নতুন একটি সুবিধা সিইএস ২০২৪ মেলায় ঘোষণা করেছে গাড়ি নির্মাতা ল্যাম্বরগিনি। টেলিমেট্রি এক্স নামের এই ব্যবস্থায় রিমোট গ্যারেজ, বায়োমেট্রিক ডেটা এবং ডিজিটাল কো–পাইলট থাকবে। বায়োমেট্রিক ডেটা বিশ্লেষণ করে চালকের হৃৎস্পন্দন ও চাপের পরিমাপ করা যাবে এ ব্যবস্থায়। পরিধেয় যন্ত্র দিয়ে চালকের এসব বায়োমেট্রিক তথ্য বা ডেটা সংগ্রহ করা হবে। ফাইভজি সংযোগের মাধ্যমে রিমোট গ্যারেজ দিয়ে বিশ্বের যেকোনো প্রান্তে চলতি পথের তাৎক্ষণিক ফুটেজ, ছবি ও তথ্য সংগ্রহ করা যাবে। ডিজিটাল কো-পাইলটকে সক্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলছে ল্যাম্বরগিনি। চলতি পথে গাড়ির গতি নির্ধারণে সহায়তা করবে এটি। কোথায় সাবধানে চলতে হবে বা কোথায় ব্রেক কষতে হবে, তা জানাবে এই কো-পাইলট।

আরও পড়ুন