আইফোনে এল আরসিএসে বার্তা আদান-প্রদানের সুবিধা
আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ছাড়ার পরে আইফোনে যুক্ত হলো ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) মেসেজিং’ সুবিধা। ফলে এখন আইফোনেও অ্যান্ড্রয়েডের মতো রিচ টেক্সট ফরম্যাটের (আরটিএফ) বার্তা পাঠানো যাবে।
কয়েক বছর আগে খুদে বার্তা বা এসএমএসের একটি উন্নত সংস্করণ চালু করে গুগল। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস। আরসিএস–সুবিধার মাধ্যমে ফোন থেকে এসএমএসের মাধ্যমে রিচ কনটেন্ট পাঠানো যায়। অর্থাৎ আরসিএস–সুবিধা চালু থাকলে স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে বড় আকারের ফাইল সংযুক্তি হিসেবে পাঠানো যাবে। উচ্চমানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি অডিও বার্তাও পাঠানো যাবে। শুধু তা–ই নয়, আরসিএস চালু থাকলে প্রাপক এসএমএস পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে রিড রিসিটের মাধ্যমে। প্রাপক এসএমএস পড়লে বা দেখলে বার্তার পাশে দুই টিক চিহ্ন দেখা যাবে। বিনিময় করা বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে এবং গ্রুপ চ্যাটও করা যাবে। তবে অবশ্যই প্রাপকের স্মার্টফোনেও আরসিএস–সুবিধা চালু থাকতে হবে।
৯ সেপ্টেম্বর রাতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। সংস্করণটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হলেও অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করা হয়নি। আরসিএস সমর্থন ছাড়াও মেসেজেস অ্যাপে লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করার মতো সুযোগ যুক্ত করা হয়েছে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে। ফোন অ্যাপে কল করা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট সুবিধাও যুক্ত হয়েছে এই আইওএসে।
এ ছাড়া আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ডস অ্যাপ যুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করে খুব সহজে পাসওয়ার্ড, পাসকোড ও ভেরিফিকেশন কোড খুঁজে পাওয়া যাবে। আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আনা হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রং পরিবর্তন করতে পারবেন। চাইলে অপারেটিং সিস্টেমের ইউআই নিজের মতো করে সাজানোর পাশাপাশি কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করা যাবে। শুধু তা–ই নয়, ফেভারিটস, মিডিয়া প্লেব্যাক, হোম কন্ট্রোল বা কানেকটিভিটির মতো কন্ট্রোল অপশনগুলো অ্যাকশন বাটনের মাধ্যমে ব্যবহারসহ লক স্ক্রিন থেকে কন্ট্রোল–সুবিধা মুছে ফেলা যাবে।
সূত্র: জেডডিনেট