২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিইএসে চমক দেখাচ্ছে এও রোবট

হাত দিয়ে দরজা খুলছে এও রোবটএএফপি

ঘর বা হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ থেকেই চলাচল করতে পারে এও রোবট। হাত দিয়ে দরজা খোলার পাশাপাশি লিফটে চড়ার জন্য সুইচও চাপতে পারে। রোবটটি তৈরি করেছে এওলাস রোবোটিকস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) রোবটটির দেখা মিলেছে।

হাসপাতালের কক্ষ জীবাণুমুক্ত করছে এও রোবট।
এএফপি

রোবটটির হাতের সঙ্গে ক্যামেরা যুক্ত থাকায় চলার পথে যেকোনো স্থানের ছবি তুলতে পারে। ফলে হাসপাতালে ভর্তি রোগী সুস্থ আছে কী না, তা ছবি তুলে চিকিৎসক বা নির্দিষ্ট ব্যক্তিকে পাঠাতেও পারে রোবটটি।

লিফটে চড়ার জন্য সুইচ চাপছে এও রোবট
এএফপি

ঘরে থাকা প্রবীণ ব্যক্তিদের খাবার বা ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি দেখভাল করতে সক্ষম এ রোবট যেকোনো স্থানে নিরাপত্তাকর্মীরও দায়িত্ব পালন করতে পারে।
সূত্র: এএফপি