হাতের ইশারায় পর্দার আকার ছোট-বড় করা যাবে এই ল্যাপটপে

থিংকবুক প্লাস জেন ৬ রোলেবল মডেলের ল্যাপটপলেনোভো

হাতের ইশারায় পর্দা ছোট-বড় করতে সক্ষম ‘রোলেবল’ ল্যাপটপ তৈরি করেছে লেনোভো। রোলেবল শব্দটি শুনে মনে হতে পারে ল্যাপটপের পর্দা কাগজের মতো মুড়িয়ে রাখা যাবে। তবে বাস্তবে ল্যাপটপটি তেমন নয়। ওএলইডি প্রযুক্তির নমনীয়তা কাজে লাগিয়ে এই ল্যাপটপের পর্দা মূলত ভেতরের কাঠামো থেকে ধীরে ধীরে স্লাইড হয়ে বড় হয়ে যায়। ফলে পর্দার আকারও বড় হয়। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শো’তে (সিইএস) এমনই এক ল্যাপটপ প্রদর্শন করছে লেনোভো।

‘থিংকবুক প্লাস জেন ৬ রোলেবল’ মডেলের ল্যাপটপটিকে বিশ্বের প্রথম রোলেবল ডিসপ্লেযুক্ত এআই ল্যাপটপ বলা হচ্ছে। ল্যাপটপটির ওএলইডি পর্দা কিবোর্ড এবং মাদারবোর্ডের মধ্যে মুড়ানো অবস্থায় থাকে। কিবোর্ডে বিশেষ বোতাম চাপলে বা ওয়েবক্যামের সামনে হাত ওপর নিচে করলেই পর্দার আকার বড় বা ছোট হয়ে যায়।

ল্যাপটপটির পর্দার আকার ১৪ ইঞ্চি। তবে চাইলে ১৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায় পর্দাটি। পানি প্রতিরোধক হওয়ায় ল্যাপটপটির কি–বোর্ডে তরল পদার্থ পড়লেও ক্ষতি হয় না হয়। এমনকি পর্দায় ভাঁজ বা ফাটলও তৈরি হয় না। ইন্টেল কোর আলট্রা ৭ সিরিজ ২ প্রসেসরে চলা ল্যাপটপটিতে রয়েছে ৩২ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি এবং ইন্টেল আর্ক গ্রাফিকস।

পাঁচ মেগাপিক্সেল ওয়েবক্যামের সঙ্গে প্রাইভেসি শাটারযুক্ত ল্যাপটপটির পুরুত্ব শূন্য দশমিক ৭৮ ইঞ্চি এবং ওজন ৩ দশমিক ৭৩ পাউন্ড। রোলেবল ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার বা ৪ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলারের দাম ১২০ টাকা ধরে)। আগামী কয়েক মাসের মধ্যেই ল্যাপটপটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল, আরসটেকনিকা