শখের বসে গিটার বাজাতে চান অনেকে। কিন্তু চাইলেই তো আর গিটার বাজানো শেখা যায় না। গিটার বাজানোর জন্য কর্ডের ব্যবহার জানার পাশাপাশি গানের সুর বা স্কেল সম্পর্কেও ভালো ধারণা থাকতে হয়। ফ্রেট জিলট (Fret Zealot) নামের যন্ত্রটি কাজে লাগিয়ে কারও সাহায্য ছাড়াই গিটার বাজানো শেখা যাবে। অ্যাপনিয়ন্ত্রিত যন্ত্রটি গানের সুর বা স্কেল বুঝে গিটারের নির্দিষ্ট কর্ডে এলইডি আলো জ্বালায়। এর ফলে আলো জ্বলা কর্ডটি চেপে ধরলেই গানের সুর বেজে ওঠে গিটারে।
ফ্রেট জিলট নামের গিটার প্রশিক্ষণ যন্ত্রটিতে বিশেষ ধরনের এলইডি স্ট্রিপ রয়েছে। যন্ত্রটি ব্যবহারের জন্য প্রথমেই গিটারের তারগুলো খুলে এলইডি বাল্বের স্ট্রিপটি গিটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর স্ট্রিপটির ওপরে তারগুলো সঠিকভাবে বসিয়ে গিটারের মাথায় যন্ত্রটি ক্লিপ দিয়ে যুক্ত করতে হবে। স্ট্রিপটির সঙ্গে যন্ত্রটির সংযোগ দেওয়ার পর স্মার্টফোনে গান চালু করলেই গানের সুর অনুযায়ী গিটারের নির্দিষ্ট কর্ডে আলো জ্বালবে। আলো অনুসরণ করে আঙুল রাখলেই গিটারে বেজে উঠবে সুর।
সব গিটারের সঙ্গে ব্যবহার করা যাবে না যন্ত্রটি। ২৪.৭৫ থেকে ২৫.৫ ইঞ্চি দৈর্ঘ্যের স্কেল–সুবিধার গিটারে যন্ত্রটি ব্যবহার করা যাবে। দাম ২০০ মার্কিন ডলার বা ১৯ হাজার টাকা (প্রায়)।
সূত্র: ম্যাশেবল