দেশের বাজারে নতুন রাউটার
বাংলাদেশের বাজারে কিউডি ব্র্যান্ডের ‘ডব্লিউআর৩৬০০’ মডেলের ওয়াই-ফাই ৭ প্রযুক্তির রাউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ওয়াই-ফাই ৭ প্রযুক্তির গতি ওয়াই-ফাই ৬-এর চেয়ে বেশি হওয়ায় রাউটারটির মাধ্যমে সহজেই বিভিন্ন যন্ত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। রাউটারটির দাম ধরা হয়েছে ৮ হাজার ৭৫০ টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট মেশ প্রযুক্তির রাউটারটির মাধ্যমে সর্বোচ্চ ২০০টি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা যায়। স্মার্ট কন্ট্রোল ও ম্যানেজমেন্ট সুবিধার রাউটারটিতে ডব্লিউপিএ৩ এনক্রিপশন ও উন্নত ফায়ারওয়াল সিস্টেম থাকায় স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
ভিপিএন সার্ভার ও ইন্টারনেট অব থিংস (আইওটি) সংযোগ সমর্থিত রাউটারটির মাধ্যমে ২.৪, ৫ ও ৬ গিগাহার্টজ ব্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। কিউডি অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্লাউড কন্ট্রোলের মাধ্যমে দূর থেকেও রাউটারটির কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব।