এই ল্যাপটপে নেই কোনো পর্দা, তবে ১০০ ইঞ্চির ভার্চ্যুয়াল ছবি দেখা যায়
১০০ ইঞ্চির বিশাল আকারের পর্দার ল্যাপটপ কি সহজে বহন করা যায়? সাধারণভাবে চিন্তা করলে বিষয়টিকে প্রায় অসম্ভবই বলা যেতে পারে। তবে এবার চাইলেই যেখানে খুশি, সেখানে বিশালাকৃতির পর্দার ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও ভার্চ্যুয়াল পর্দা ব্যবহারে সক্ষম অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির ল্যাপটপ তৈরি করেছে ‘সাইটফুল’ নামের একটি প্রতিষ্ঠান।
এআর প্রযুক্তি নিয়ে কাজ করা সাইটফুলের তথ্যমতে, ‘স্পেসটপ’ নামের ল্যাপটপটিতে কোনো পর্দা নেই। অর্থাৎ ওপরের অংশ না থাকায় ল্যাপটপটি দেখতে ছোট একটি মেশিনের মতো। খালি চোখে এমনটি দেখা গেলেও এআর চশমা পরলেই চোখের সামনে দেখা যাবে ১০০ ইঞ্চির ভার্চ্যুয়াল পর্দা। ফলে স্পেসটপ নামের এই এআর ল্যাপটপ দিয়ে বড় পর্দায় গেম খেলা থেকে শুরু করে প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যারও ব্যবহার করা যাবে।
ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এক্সআরটু প্রসেসর। ৮ গিগাবাইট র্যামসহ ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা সুবিধার ল্যাপটপটির সঙ্গে তারের মাধ্যমে এআর চশমা যুক্ত করতে হয়। একবার চার্জে টানা পাঁচ ঘণ্টা চলতে সক্ষম ল্যাপটপটির দাম ২ হাজার ১৫০ মার্কিন ডলার বা ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা ধরে)।
সূত্র: বিজিআর ডটকম