ভাঁজ করা নতুন দুই ফোন দেখাল স্যামসাং

ভাঁজ করা নতুন দুই ফোন তৈরি করেছে স্যামসাং। আনপ্যাকড ইভেন্টে ফোনগুলো পরখ করছেন দর্শনার্থীরাএএফপি

ভাঁজ করা স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘গ্যালাক্সি জেড ফ্লিপ৫’ ও ‘গ্যালাক্সি জেড ফোল্ড৫’ মডেলের নতুন দুই ফোন তৈরি করেছে স্যামসাং। আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি জেড সিরিজের ফোনগুলো প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই দেশের বাজারে ফোন দুটির অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

গ্যালাক্সি জেড ফ্লিপ৫
স্যামসাং

গ্যালাক্সি জেড ফ্লিপ৫ মডেলের ফোনটি সহজে ভাঁজ করে রাখা যায়। ভাঁজ করা এবং খোলা অবস্থায় ফোনটির পর্দার আকার যথাক্রমে ৩.৫ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি। ফোনটির পর্দাজুড়ে কি–বোর্ড ব্যবহারের সুযোগ থাকায় সহজেই বার্তা আদান-প্রদান করা যায়। স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির সামনে ১০ মেগাপিক্সেলের ও পেছনে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৩ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ফোনটিতে ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। সংস্করণভেদে ফোনটির দাম সর্বনিম্ন এক হাজার ডলার।

গ্যালাক্সি জেড ফোল্ড৫
স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড৫ মডেলের ফোনটির মূল পর্দার আকার ৭.৬ ইঞ্চি হলেও কভার পর্দা ৬.২ ইঞ্চি। ৫০, ১০ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরার ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকায় স্বচ্ছন্দে বিভিন্ন কাজ করা যায়। ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ফোনটিতে ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিং রয়েছে, আর তাই চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির সঙ্গে এস-পেনও রয়েছে। ফলে দ্রুত প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করা সম্ভব। সংস্করণভেদে ফোনটির দাম সর্বনিম্ন ১ হাজার ৭৯৯ ডলার।

নতুন ফোন উন্মুক্তের বিষয়ে স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেস বিভাগের প্রধান মো. মূয়িদুর রহমান বলেন, প্রতিষ্ঠানের উন্মুক্ত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে ভাঁজ করা নতুন ফোন উন্মুক্ত করেছে স্যামসাং। ভাঁজ করা ফোন ব্যবহারকারীদের চাহিদা পূরণ করবে স্মার্টফোনগুলো।