প্রতিদিন আলাদা চার্জার দিয়ে স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য চার্জ করতে হয়। কিন্তু সময়ের অভাবে অনেকেই ঠিকমতো প্রয়োজনীয় সব প্রযুক্তিপণ্য চার্জ করতে পারেন না। সমস্যার সমাধান দেবে ‘ওমনিয়া কিউ৫’ ওয়্যারলেস চার্জিং স্টেশন। যন্ত্রটি কাজে লাগিয়ে একসঙ্গে আইপ্যাড, আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপড ও অ্যাপল পেনসিল চার্জ করা যাবে।
ওয়্যারলেস প্রযুক্তির এ চার্জার স্টেশনে একসঙ্গে একাধিক যন্ত্র চার্জ করার জন্য আলাদা জায়গা রয়েছে। ফলে নির্দিষ্ট স্থানে রাখলেই চার্জ হতে থাকবে যন্ত্রগুলো। তবে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার চার্জ করার জন্য চার্জারের ভেতরে থাকা কেব্ল সংযোগ দিতে হবে।
চার্জার স্টেশনটিতে আইপ্যাড ও আইফোন খাঁড়াভাবে চার্জ করা যায়। ফলে চার্জ করা অবস্থায়ও আইপ্যাড বা আইফোনে ভিডিও দেখা সম্ভব। ওমনিয়া কিউ৫ ওয়্যারলেস চার্জিং স্টেশনের দাম ১২০ ডলার বা সাড়ে ১১ হাজার টাকা প্রায়।
সূত্র: ম্যাশেবল