লেখা দেখে ভিডিও তৈরি করবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা

মেক এ ভিডিওর সাহায্যে তৈরি মঙ্গল গ্রহে মহাকাশযান অবতরণের ভিডিওমেটা

ভিডিও তৈরির জন্য লাইট-ক্যামেরার দিন ফুরাচ্ছে। বিষয় লিখে দিলেই সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। শুনতে অবাক লাগলেও এমনই এক প্রযুক্তি তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ‘মেক এ ভিডিও’ নামের এ প্রযুক্তি কাজে লাগিয়ে প্রাথমিকভাবে ৫ সেকেন্ডের শব্দহীন ভিডিও ক্লিপ তৈরি করা যাবে।

মেক এ ভিডিওর সাহায্যে তৈরি মহাকাশে ভাসমান নভোচারীর ভিডিও
মেটা

মেক এ ভিডিও মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর টেক্সট টু ভিডিও জেনারেটর। এটি মূলত বিভিন্ন ছবি ও ক্যাপশনের তথ্য পর্যালোচনা করে ভিডিও তৈরি করতে পারে। ফলে ভিডিও তৈরির বিষয় বার্তা আকারে লিখে দিলেই সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেয়। এ বিষয়ে এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, মাত্র কয়েকটি শব্দ বা বাক্য দেখে বিভিন্ন রং এবং প্রাকৃতিক দৃশ্যের সাহায্যে ভিডিও তৈরি করতে পারে মেক এ ভিডিও। ফলে টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা সহজেই তাদের ভিডিও তৈরি করতে পারবেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মেক এ ভিডিও প্রযুক্তিকে ‘আশ্চর্যজনক অগ্রগতি’ বলে অভিহিত করে জানান, লেখার বিষয়বস্তু বুঝে ভিডিও তৈরি করা অনেক কঠিন, কারণ প্রতিটি পিক্সেল সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি সেগুলো পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করতে হয়।

মেটার নতুন এ প্রযুক্তি অপব্যবহারের আশঙ্কা করছেন অনেকে। তাঁদের মতে, এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্যনির্ভর ভিডিও তৈরি করে অপপ্রচারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নতুন এ প্রযুক্তি কবে নাগাদ সবার জন্য চালু করা হবে বা ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা। তবে ভবিষ্যতে নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি মেক এ ভিডিও সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল