অ্যাপল ওয়াচে নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই নতুন কোড যুক্ত করে স্মার্টঘড়িটি নিয়ন্ত্রণ করতে পারে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় স্মার্টঘড়িতে থাকা টেক্সট বার্তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরির সম্ভাবনা রয়েছে।
ওয়াচওএস ৮.৭ থেকে পুরোনো সব সংস্করণে চলা অ্যাপল ওয়াচে এ নিরাপত্তা ত্রুটি রয়েছে বলে জানিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের এ বিষয়ে সতর্ক করার পাশাপাশি অ্যাপল ওয়াচে ব্যবহার করা ওয়াচএএস দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছে তারা।
গত সপ্তাহেই আইওএস, আইপ্যাড ওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও টিভিওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। সুখবর হচ্ছে, হালনাগাদ ওয়াচওএসে এই নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে। ফলে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা হালনাগাদ ওয়াচওএস ব্যবহার করে নিরাপদ থাকতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস