লেখা পড়ে শোনানোর সুবিধা ফায়ারফক্স ব্রাউজারে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য রিড–অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন উন্মুক্ত করেছে ফায়ারফক্স ব্রাউজার। নতুন এক্সটেনশনগুলোর মধ্যে রিড–অ্যালাউড এক্সটেনশনটি টেক্সট টু স্পিচ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য পড়ে শোনাবে। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবেন।
ফায়ারফক্স রিলে নামের এক্সটেনশনটি ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ দেবে। এর ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ই-মেইল ঠিকানা লুকিয়ে রাখা যাবে।
ক্লিয়ার ইউআরএল এক্সটেনশনটি কাজে লাগিয়ে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করা যাবে। এর ফলে সহজেই বন্ধুদের কাছে সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানোর সুযোগ মিলবে। শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ