এক্সে আবার চালু হলো লিংকসহ খবরের শিরোনাম দেখার সুযোগ

লিংকসহ খবরের শিরোনাম দেখার সুবিধা আবার চালু করেছে এক্সরয়টার্স

লিংকসহ খবরের শিরোনাম দেখার সুবিধা আবার চালু করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)। দীর্ঘদিন এ সুবিধা চালু থাকলেও গত বছরের অক্টোবর মাসে হঠাৎ করেই পোস্টের লিংকে সংবাদের শিরোনাম প্রদর্শন বন্ধ করে দেয় ইলন মাস্কের মালিকানাধীন এক্স। এ সুবিধা কাজে লাগিয়ে এক্সে যেকোনো ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম লিংকসহ প্রদর্শন করতে পারতেন ব্যবহারকারীরা। তাই সুবিধাটি বন্ধের পরপরই ব্যাপক সমালোচনার মুখোমুখি হন ইলন মাস্ক। সমস্যা সমাধানে আবারও লিংকসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম প্রদর্শন শুরু করেছে এক্স।

এ সুবিধা চালুর পর এক্সে নতুন ফরম্যাটে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের লিংকের তথ্য ছবিসহ এমবেডেড আকারে দেখা যাচ্ছে। ফলে সংবাদের শিরোনামসহ সেখানে থাকা ছবিও সহজে দেখার সুযোগ মিলছে । আর তাই লিংকে ক্লিক না করেও বন্ধুদের পোস্টগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছেন এক্স ব্যবহারকারীরা।

আরও পড়ুন

এক্সের আইওএস এবং ওয়েব সংস্করণে নতুন ফরম্যাটের লিংকসহ খবরের শিরোনাম দেখার সুযোগ মিললেও অ্যান্ড্রয়েডে আগের মতোই লিংক প্রিভিউ দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি এক্স। ধারণা করা হচ্ছে, পর্যায়ক্রমে সব ব্যবহারকারী নতুন ফরম্যাটের লিংক প্রিভিউ দেখার সুযোগ পাবেন।  

সূত্র: নিউজ১৮ ডটকম, নাইনটুফাইভগুগল ডটকম

আরও পড়ুন