হোয়াটসঅ্যাপে আক্রমণাত্মক বার্তা রিপোর্ট করবেন যেভাবে
ব্যবহারকারীর গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে স্ন্যাপচ্যাটের আদলে তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ ‘ভিউ ওয়ানস’ বা ‘একবার দেখা’ ফিচার চালু রেখেছে। এ সুবিধায় প্রেরক ফটো বা ভিডিও পাঠালে প্রাপক তা শুধু একবার দেখতে পান। একবার দেখার পর সেই ছবি বা ভিডিও আর দেখা যায় না। এমনকি ভিউ ওয়ানস ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপকের মুঠোফোনের গ্যালারিতেও সংরক্ষিত হয় না।
তবে অনেক সময় এই ভিউ ওয়ানস ফিচার ব্যবহার করে অনেকেই আক্রমণাত্মক ছবি বা ভিডিও পাঠাতে পারেন, যা একজন ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলতে পারে। মানসিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে কীভাবে ভিউ ওয়ানসের মাধ্যমে পাঠানো আক্রমণাত্মক বার্তা রিপোর্ট করা যায়, তা দেখে নেওয়া যাক।
যেভাবে রিপোর্ট করবেন
প্রথমে ভিউ ওয়ানস বার্তা আসা হোয়াটসঅ্যাপ চ্যাটটি খুলতে হবে। এরপর ভিউ ওয়ানস মিডিয়া খুলুন। পর্দার ওপরে ডান দিকে থ্রি ডট থাকা মেনুতে ক্লিক করতে হবে। সেখানে মোর অপশনে ক্লিক করে রিপোর্ট কন্ট্যাক্ট বা রিপোর্ট আননোন ইউজার অপশনে সিলেক্ট করতে হবে।
তবে এই ফিচার ব্যবহার করে শুধু বিশ্বস্ত ব্যক্তিদের ছবি বা ভিডিও পাঠানোর পরামর্শ দেয় হোয়াটসঅ্যাপ। কারণ, কোনো ভিউ ওয়ানস মিডিয়া চলে যাওয়ার আগে কেউ স্ক্রিনশট নিতে পারে। আর কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করলে হোয়াটসঅ্যাপ তা প্রেরককে জানায় না।