আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য কো–পাইলট অ্যাপ আনল মাইক্রোসফট

মাইক্রোসফটের কো–পাইলট অ্যাপমাইক্রোসফট

অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোন ও আইপ্যাডেও সরাসরি ব্যবহার করা যাবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘কো-পাইলট’ চ্যাটবট। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নতুন এ সুবিধা দিতে কো-পাইলট চ্যাটবটের আইওএস ও আইপ্যাডওএস সংস্করণের অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এরই মধ্যে অ্যাপস্টোরে প্রকাশ করা হয়েছে অ্যাপগুলো।

গত সেপ্টেম্বরে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য কো-পাইলট চ্যাটবট চালু করে মাইক্রোসফট। সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কো-পাইলট চ্যাটবটের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। এবার অ্যাপটির আইওএস ও আইপ্যাডওএস সংস্করণ উন্মুক্ত করার ফলে উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা বিং অ্যাপ ছাড়াই কো-পাইলটের সব সুবিধা ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি ৪’ প্রযুক্তিতে চলা কো-পাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে। আর তাই কো-পাইলটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি সহজেই যেকোনো বার্তা লেখাসহ কৃত্রিমভাবে ছবি তৈরি করা সম্ভব।
সূত্র: দ্য ভার্জ