একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যাবে
বর্তমানে মাল্টি ডিভাইস সুবিধা কাজে লাগিয়ে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোনসহ ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যায়। এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারেও ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা দিতে ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি অ্যাপও হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ।
প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীকে হালনাগাদ অ্যাপের সুবিধা পরখ করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটি কাজে লাগিয়ে চাইলেই ট্যাবলেট কম্পিউটারকে প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ট্যাবলেট কম্পিউটারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য সেকেন্ডারি ডিভাইস হিসেবে যুক্ত ফোনে দেখা যাবে।
ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি অ্যাপের হালনাগাদ সংস্করণ প্লে স্টোর থেকে নামানোর সময় একটি বার্তাও দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ। বার্তায় লেখা আছে, ‘অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে? বেটা পরীক্ষকদের জন্য হোয়াটসঅ্যাপ ফর ট্যাবলেট উন্মুক্ত করা হয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে মাল্টি ডিভাইস সুবিধা কাজে লাগিয়ে ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। তবে ফোন ও ট্যাবলেট কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হন। ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি অ্যাপটির হালনাগাদ সংস্করণ উন্মুক্ত হলে এ সমস্যার সমাধান মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া