গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা ‘গুগল মিট’ ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে অনলাইন বৈঠকের সময় খাতা–কলম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতে হবে না। অনলাইন বৈঠক করার সময়ই স্বয়ংক্রিয়ভাবে সব ব্যবহারকারীর কথোপকথন লিখে দেবে গুগল মিট। ফলে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পুনরায় দেখে নেওয়া যাবে।
এত দিন ক্রোম ব্রাউজারে গুগল মিট ট্র্যান্সক্রিপ্টস নামের এক্সটেনশন বা তৃতীয় পক্ষের বিভিন্ন সেবার মাধ্যমে গুগল মিটের অনলাইন বৈঠকের কথোপকথনের তথ্য জানতে পারতেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে গুগল মিটেই বিল্টইনভাবে পাওয়া যাবে ট্র্যান্সক্রিপ্টস সুবিধা। ফলে ব্রাউজারে এক্সটেনশন বা অপরিচিত প্রতিষ্ঠানের সেবা ব্যবহার না করেই স্বয়ংক্রিয়ভাবে অনলাইন বৈঠকের তথ্য জানা যাবে।
গুগল মিটের স্বয়ংক্রিয় ট্র্যান্সক্রিপ্টস সুবিধায় বৈঠকের খুঁটিনাটি তথ্য জানার পাশাপাশি চাইলে তথ্যগুলো সংরক্ষণও করা যাবে। প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার অনলাইন বৈঠকের কথোপকথন লিখে দেবে গুগল মিট। আগামী বছরের মধ্যে ফরাসি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষাভাষীদের জন্যও এ সুবিধা চালু করা হবে। ফলে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গেও স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করা যাবে।
সম্প্রতি গুগল মিটে করা অনলাইন বৈঠকের ভিডিও সরাসরি ইউটিউব চ্যানেলে দেখানোর সুযোগ চালু করেছে গুগল। ‘লাইভ স্ট্রিম’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট দেশে বসবাসকারী গুগল ওয়ার্কস স্পেস ব্যবহারকারীরা চাইলেই গুগল মিটে করা অনলাইন বৈঠকের ভিডিও সরাসরি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে দেখাতে পারেন। ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য কর্মী বা আগ্রহী ব্যক্তিরা সরাসরি জানতে পারেন।
সূত্র: দ্য নেক্সট ওয়েব