হাতের তালু স্ক্যান করে খাবারের মূল্য পরিশোধ

হাতের তালু স্ক্যান করে মূল্য পরিশোধের সুযোগ চালু করছে প্যানেরা ব্রেডঅ্যামাজন

মানিব্যাগ, স্মার্টফোন, ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে না থাকলেও ক্ষতি নেই। হাতের তালু স্ক্যান করেই কেনা যাবে খাবার। ক্রেতাদের এ সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরে নিজেদের দুটি শাখায় অ্যামাজনের ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটির জনপ্রিয় চেইন রেস্তোরাঁ প্যানেরা ব্রেড। তবে চাইলেই সব ক্রেতা এ সুযোগ পাবেন না। প্যানেরা ব্রেডের নিবন্ধিত ক্রেতারাই শুধু হাতের তালু স্ক্যান করে খাবারের মূল্য পরিশোধ করতে পারবেন।  

স্ক্যানারের ওপর হাত রাখলেই তালু স্ক্যান হয়ে যাবে
অ্যামাজন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের তৈরি ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রথমেই ‘অ্যামাজন ওয়ান’ নামের আর্থিক সেবায় নিবন্ধন করতে হয়। এরপর ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে হাতের তালু স্ক্যান করলেই ব্যবহারকারীদের সব তথ্য সার্ভারে জমা করে অ্যামাজন। এরপর নির্দিষ্ট দোকানে থাকা স্ক্যানারের ওপর হাতের তালু রাখলেই ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত হয়ে অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করা হয়।

সূত্র: ডেইলি মেইল