নেপালে নিষিদ্ধ টিকটক
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় শতকোটি ব্যবহারকারী রয়েছেন টিকটকে। চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ছোট আকারের মজার ভিডিও পোস্ট করে তারকা বনে গেছেন অনেকে। তবে টিকটকের বিভিন্ন ভিডিও বা বিষয়বস্তুর কারণে সামাজিক সম্প্রীতির ব্যাঘাত ঘটায় টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে নেপাল।
টিকটক নিষিদ্ধের বিষয়ে নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রেখা শর্মা জানিয়েছেন, টিকটক ক্ষতিকর বিষয়বস্তু ছড়াচ্ছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং টেলিকম কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি নতুন একটি নীতিমালা করেছে নেপাল, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দেশটিতে কার্যালয় খুলতে বলা হয়েছে। নতুন এ নীতিমালার কয়েক দিনের মধ্যেই টিকটক নিষিদ্ধ করা হলো দেশটিতে।
উল্লেখ্য, ভারতসহ বেশ কয়েকটি দেশে অনেক দিন আগে থেকেই নিষিদ্ধ রয়েছে টিকটক। গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশও সরকারি কর্মীদের যন্ত্রে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে।
সূত্র: বিবিসি