যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। একনজরে দেখে নেওয়া যাক মেলায় আসা নতুন উদ্ভাবনী পণ্যগুলো—
ছবি ১: প্রথম দেখায় স্বচ্ছ কাচ বলে ভুল হলেও এটি আসলে টেলিভিশন। স্বচ্ছ পর্দার এ টেলিভিশন তৈরি করেছে এলজি। এএফপি
ছবি ২: মোটরবাইকের হেলমেটের আদলে তৈরি এ যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের তরঙ্গের গতিবিধি শনাক্ত করতে পারে। তৈরি করেছে আইমেডিসিনক। এএফপি
ছবি ৩: মানুষের আবেগ বুঝে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে এ রোবট কুকুর। আর তাই রোবটটির সঙ্গে খেলায় মেতেছেন এক দর্শনার্থী। এএফপি
ছবি ৪: হুন্দাইয়ের স্টলের সামনে চালকবিহীন এ গাড়ি দেখতে বেশ আগ্রহ দর্শকদের। এএফপি
ছবি ৫: টিসিএলের তৈরি অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির চশমা। এএফপি
ছবি ৬: প্রযুক্তি মেলায় মেটাভার্স বা ভবিষ্যৎ দুনিয়ার দেখা মিলবে না তা এককথায় অসম্ভব। আর তাই মেটাভার্সে থাকা ক্যালিভার্সের বিভিন্ন প্রযুক্তি ও ভিডিও দেখছেন দর্শনার্থীরা। এএফপি
সূত্র: এএফপি