টুইটারে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করা যাবে

অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করা যাবে টুইটারেরয়টার্স

আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে টুইটারের কাছে আবেদন করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে খুদে ব্লগ লেখার সাইটটি। যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা কম বা একবার ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন

গত বছরের ২৭ অক্টোবর টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলেই কেবল অ্যাকাউন্ট স্থগিত করা হবে। নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করার পাশাপাশি নির্দিষ্ট টুইট (টুইটারে দেওয়া বার্তা) মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। শুধু তা–ই নয়, অ্যাকাউন্টগুলোর টুইট নির্দিষ্ট দিন পর্যন্ত কমসংখ্যক অনুসারীদের দেখানো হবে।

টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দিলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে ব্যবহারকারীরা আত্মপক্ষ সমর্থন করে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নিজের ব্যক্তিগত বিমান বিষয়ে তথ্য প্রকাশ করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন ইলন মাস্ক। সমালোচনার মুখে কিছুদিন পর অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি।
সূত্র: এনডিটিভি