থ্রেডসে সরাসরি বার্তাও পাঠানো যাবে

থ্রেডস অ্যাপরয়টার্স

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে তৈরি মেটার থ্রেডস অ্যাপ প্রকাশের পরপরই প্রযুক্তি বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। অল্প সময়ের মধ্যে ১৫ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন অ্যাপটিতে। কিন্তু প্রতিদ্বন্দ্বী টুইটারের মতো ডিরেক্ট মেসেজসহ বেশ কিছু সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারী অ্যাপটির সমালোচনা করছেন। বিষয়টি জানার পর থ্রেডসে ডিরেক্ট মেসেজ সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে মেটা।

থ্রেডসে ডিরেক্ট মেসেজ সুবিধা চালু হলে নির্দিষ্ট ব্যক্তিকে আলাদাভাবে বার্তা পাঠানো যাবে। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তি বা অনুসারীরা সেই বার্তা দেখতে পারবেন না। ফলে স্বচ্ছন্দে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান করা যাবে। তবে থ্রেডসে ডিরেক্ট মেসেজ চালুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি মেটা।

আরও পড়ুন

থ্রেডস চালুর সময় ইনস্টাগ্রামপ্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন, থ্রেডসে ডিরেক্ট মেসেজ সুবিধা শিগগিরই যুক্ত করা হবে না। কিন্তু মেটার ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট ন্যাভারা জানিয়েছেন, শিগগিরই থ্রেডসে ডিরেক্ট মেসেজসহ আরও বেশ কিছু সুবিধা যুক্ত হচ্ছে।

আরও পড়ুন

বহুল প্রতীক্ষিত ডিরেক্ট মেসেজ সুবিধা চালুর বিষয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করেই গতকাল মঙ্গলবার থ্রেডসে ‘ট্রান্সলেশন’ ও ‘ফলোস’ ট্যাবসহ ‘রিপোস্ট’ সুবিধা যুক্ত করেছে মেটা। ট্রান্সলেশন ট্যাবটির মাধ্যমে এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। ফলে ভিন্ন ভাষাভাষীরা সহজেই অন্য ভাষায় লেখা পোস্টগুলো অনুবাদ করে পড়তে পারবেন। অপর দিকে ফলোস ট্যাবে ক্লিক করে সম্প্রতি যুক্ত হওয়া ফলোয়ার বা অনুসারীর নাম দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ভার্জ

আরও পড়ুন