প্রথম সার্চ ইঞ্জিন আর্চির নির্মাতা অ্যালেন এমটেজের জন্ম

ইন্টারনেটে তথ্য খোঁজার প্রথম সফটওয়্যার বা সার্চ ইঞ্জিন আর্চি তৈরি করেছিলেন অ্যালেন এমটেজ। ১৯৬৪ সালের ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

অ্যালেন এমটেজউইকিমিডিয়া

২৭ নভেম্বর ১৯৬৪
প্রথম সার্চ ইঞ্জিন আর্চির নির্মাতা অ্যালেন এমটেজের জন্ম
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আগে ইন্টারনেটে তথ্য খোঁজার সফটওয়্যার বা সার্চ ইঞ্জিন আর্চি তৈরি করেছিলেন অ্যালেন এমটেজ। ১৯৬৪ সালের ২৭ নভেম্বর অ্যালেন এমটেজ জন্মগ্রহণ করেন। ইংরেজি আর্কাইভ শব্দ থেকে আর্চি বেছে নেওয়া হয়েছিল। কানাডার মন্ট্রিয়েলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালের ১০ সেপ্টেম্বর আর্চি প্রকাশ করা হয়। অ্যালেন এমটেজ, বিল হিল্যান ও মাইক পারকার আর্চির প্রোগ্রাম লিখেছিলেন।

সার্চ ইঞ্জিন আর্চি
সংগৃহীত

এখনকার ওয়েব সার্চ ইঞ্জিনের চেয়ে আর্চির কাজের ধারা ছিল আলাদা। আর্চি সেই সময়ে ইন্টারনেটে থাকা এফটিপি সাইট থেকে ফাইল খুঁজে বের করত। এফটিপি আর্কাইভ থেকে নির্দিষ্ট ফাইল সহজে খুঁজে পাওয়া যেত আর্চির মাধ্যমে।
১৯৯৫ সালে ইয়াহু এবং ১৯৯৮ সালে গুগলের মতো উন্নত প্রযুক্তির সার্চ ইঞ্জিন এলে আর্চির ব্যবহার কমে যায়। নব্বই দশকের শেষ দিকে আর্চির ব্যবহার বন্ধ হয়ে যায়। ঐতিহাসিক মূল্যের জন্য আর্চির সার্ভার পোল্যান্ডের ওয়ারস বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড কম্পিউটেশনাল মডেলিংয়ে সংরক্ষিত রয়েছে।

মনিটরে ইন্টারনেট এক্সপ্লোরার, সামনে বিল গেটস। ১৯৯৭
রয়টার্স

২৭ নভেম্বর ১৯৯৫
মাইক্রোসফট নিয়ে এল ইন্টারনেট এক্সপ্লোরার–২
সেই সময়ের জনপ্রিয় ওয়েব ব্রাউজার নেটস্কেপ নেভিগেটরের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট বাজারে নিয়ে আসে ইন্টারনেট এক্সপ্লোরার ২.০। উইন্ডোজ অপারেটিং সিস্টেমর সঙ্গে সঙ্গে থাকায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গোড়ার দিকে ওয়েব ব্রাউজারের বাজারে একচেটিয়া ব্যবসা করতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার। নেটস্কেপ নেভিগেটর ও অন্যান্য ব্রাউজার মূলত ওয়েব পেইজ দেখা ও তৈরির কাজে ব্যবহৃত হতো। একই সঙ্গে এগুলো থেকে ই–মেইল পাঠানো ও বিভিন্ন নিউজগ্রুপে অংশ নেওয়া যেত। মাইক্রোসফট তার ইন্টারনেট এক্সপ্লোরারে আরও নির্দিষ্ট কিছু কাজের সুবিধা দেয়। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও এনক্রিপশনের সুবিধাও ছিল ইন্টারনেট এক্সপ্লোরারে।