টিকটকে আপনার প্রোফাইল কারা দেখছে জানবেন যেভাবে

টিকটক
রয়টার্স

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। কিন্তু অনেকেই টিকটকে হয়রানি, উপহাস এবং সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন। কারণ, ১৬ বছরের বেশি বয়সীদের টিকটক ব্যবহারকারীদের প্রোফাইল সবাই দেখতে পারেন। যেকোনো ব্যক্তি চাইলেই অন্যদের প্রোফাইলে ঢুঁ মারতে পারেন। ফলে পাবলিক প্রোফাইলে বেনামে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে থাকেন অনেকেই। তবে টিকটকে গত ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, তা জানা সম্ভব। এ জন্য প্রথমে টিকটক প্রোফাইলে গিয়ে ডান দিকের ওপরে থাকা তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। এরপর প্রোফাইল ভিউজ নির্বাচন করে প্রোফাইল ভিউ হিস্ট্রি টগল চালু করলেই গত ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, তা জানা যাবে।

টিকটকে গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্টকে প্রাইভেট বা ব্যক্তিগত করা। ফলে সবাই আপনার প্রোফাইল এবং ভিডিও দেখতে পারবেন না। অ্যাকাউন্ট প্রাইভেট করতে পেজের নিচে নেভি বার থেকে প্রোফাইলে যেতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস এবং প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি অপশন থেকে প্রাইভেট অ্যাকাউন্ট টগলটি চালু করলেই অ্যাকাউন্টকে প্রাইভেট হয়ে যাবে।