আইফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে অ্যাপল

আইফোনরয়টার্স

আইফোনে থাকা বিল্টইন অ্যাপের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে অ্যাপল। ফলে আইফোনে অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, অ্যাপল টিভিসহ অ্যাপল বুকস অ্যাপ ব্যবহার করলেই সব তথ্য চলে যাচ্ছে অ্যাপলের দখলে। শুধু তাই নয়, আইফোনের সিরিয়াল নম্বর এবং মডেলের তথ্যও সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। আইওএস ১৪.৫ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছেন দুজন নিরাপত্তা গবেষক।

আরও পড়ুন

গবেষকদের দাবি, আইফোনে বিল্টইন থাকা অ্যাপগুলো চালু করলেই ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে থাকে আইওএস। ব্যবহারকারীরা অ্যাপগুলোর কোন সুবিধা বেশি ব্যবহার করছেন, কোন ধরনের বিজ্ঞাপন বা ভিডিও কতক্ষণ দেখছেন, সব তথ্যই সংগ্রহ করে অপারেটিং সিস্টেমটি। সংগ্রহ করা তথ্য ব্যবহারকারীদের অজান্তেই চলে যায় অ্যাপলের সার্ভারে। ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ জানতেই এমনটি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

অ্যাপগুলোর কোড বিশ্লেষণ করে গবেষকেরা জানান, ব্যবহারকারীদের কার্যক্রমের তথ্য পাঠানোর জন্য আইওএসে বিশেষ ধরনের কোড যুক্ত করা হয়েছে। কোডটি নির্দিষ্ট সময় পর অ্যাপলের কাছে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করে। ফলে ব্যবহারকারীদের তথ্যগুলো সহজেই সংগ্রহ করতে পারে অ্যাপল।

আইওএস ১৪.৫ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের ওপর এ গবেষণা চালানো হয়েছে। গবেষকদের ধারণা, আইওএসের হালনাগাদ সংস্করণেও কোডটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে পারে অ্যাপল।
সূত্র: ডেইলি মেইল