২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার গুগল ডকসের মন্তব্যে ইমোজি যোগ হলো

গত বছরের এপ্রিলেই গুগল ডকসে ইমোজি যুক্ত করেছিল বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। এর কয়েক মাস পর প্রতিষ্ঠানটি এর শর্টকাট ঘোষণা করে। ফলে ব্যবহারকারীরা সহজেই গুগল ডকসে লেখার সময় ইমোজি যুক্ত করতে পারেন। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা গুগল ডকসের মন্তব্যে প্রতিক্রিয়া হিসেবে ইমোজি যুক্ত করতে পারবেন।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, গুগল ডকসের মন্তব্যে আনুষ্ঠানিক বিকল্প হিসেবে ইমোজি কাজ করবে। নতুন এই সুবিধা নথির আধেয় সম্পর্কে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীর মত প্রকাশ করার মাধ্যমে সহযোগিতা বাড়াবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গতকাল ৩ মে থেকে উন্মুক্ত হয়েছে।

মন্তব্যে ইমোজি যোগ করা ছাড়াও চলতি সপ্তাহের শুরুতে নিজেদের ওয়ার্কস্পেসে আরও বেশ কিছু হালনাগাদ আনার ঘোষণা দিয়েছে গুগল। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল শিটসে ছবি যুক্ত করা, দ্রুততম সময়ের মধ্যে গুগল স্লাইডসে ছবি পুনঃস্থাপন করা এবং নথি ও স্প্রেডশিট যুক্ত করা বা গুগল মিট থেকে সরাসরি ডকস, শিট ও স্লাইডে গুগল ক্যালেন্ডারের কর্মসূচিতে প্রেজেন্টেশন যুক্ত করা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া