নতুন বছর সামনে রেখে অনলাইনে চলছে প্রতারণা, নিরাপদ থাকবেন যেভাবে

অনলাইন প্রতারণার প্রতীকী ছবিরয়টার্স

২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আনন্দঘন মুহূর্ত উদ্‌যাপন করতে অনলাইনে বিভিন্ন পণ্য কেনার জন্য ঢুঁ মারছেন অনেকেই। ইন্টারনেট ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দেওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকার পাঁচটি কৌশল দেখে নেওয়া যাক।

১. ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই

অনলাইন কেনাকাটায় সব সময় সতর্ক থাকতে হবে। কোনো অফার দেখে যদি সেটি কাল্পনিক কিংবা অতিরঞ্জিত বা অতি লোভনীয় মনে হয়, তাহলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ভ্রমণ প্যাকেজ বা স্মার্টফোনের মতো প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশাল মূল্যছাড়ের বিজ্ঞাপন দেখে কেনাকাটা করার আগে ওয়েবসাইটটি বৈধ কি না, তা নিশ্চিত হতে হবে।

২. সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে সতর্ক থাকা

ব্যাকরণগত ভুল, বানানে অসংগতিসহ অপরিচিত কোনো ই-মেইল ঠিকানা থেকে আসা ই-মেইল পেলেই উৎস যাচাই করতে হবে। এ ধরনের ই-মেইলে কোনো লিংক যুক্ত থাকলে সেখানে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এমনকি নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ উপহার ও গিফট ভাউচার দেওয়ার প্রলোভন দেখালেও সেই লিংকে ক্লিক করা যাবে না।

আরও পড়ুন

৩. দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু

টু ফ্যাক্টর অথেনটিকেশন বা দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু থাকলে অন্য কোনো যন্ত্র থেকে কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে ফোনে কোডযুক্ত একটি বার্তা আসে। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এতে বাড়তি সুরক্ষা যোগ হয় এবং অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। আর তাই নতুন বছর সামনে রেখে চলা অনলাইন প্রতারণা বা সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে বিভিন্ন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অবশ্যই দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু করতে হবে।

৪. ভুয়া ফোনকল থেকে সাবধানতা অবলম্বন

ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানিয়ে ব্যক্তিগত তথ্যসহ অর্থ চুরির জন্য বিভিন্ন ব্যাংকের কর্মী পরিচয়ে ফোনকল করে থাকে সাইবার অপরাধীরা। তাই ব্যাংকের কর্মী পরিচয়ে কেউ ফোনকল করে ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর, পিনসহ গোপন তথ্য জানতে চাইলে তা জানানো থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন

৫. উপহার ও গিফট ভাউচার পেতে নিবন্ধন না করা

নতুন বছর সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতিযোগিতা বা লটারির আয়োজন করেছে প্রতারকেরা। এসব প্রতিযোগিতা বা লাটারিতে অংশগ্রহণ করার জন্য ব্যক্তিগত বিভিন্ন তথ্য জমা দিতে বলা হয়, যেগুলো পরে ডার্ক ওয়েবে বিক্রি করা হবে। আর তাই নতুন বছর সামনে রেখে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা বা লটারির আয়োজনে নিবন্ধন করা থেকে বিরত থাকতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস