কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি লেখা শনাক্তের টুল বন্ধ করল ওপেন এআই, কেন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে লেখা শনাক্ত করতে পারে না চ্যাটজিপিটির এআই টুলরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সহজেই নির্দিষ্ট বিষয়ে বার্তা, সংবাদ বা প্রবন্ধ লেখা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে পড়ছে অনলাইনে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে লেখা শনাক্ত করতে ‘এআই ক্লাসিফায়ার’ টুল চালু করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই। টুলটির কার্যকারিতা পরখ করে দেখা গেছে, এটি নির্ভুলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে লেখা শনাক্ত করতে পারে না। আর তাই আনুষ্ঠানিকভাবে টুলটি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে এক ব্লগ বার্তায় ওপেন এআই জানিয়েছে, ‘গত ২০ জুলাই থেকে এআই ক্লাসিফায়ার বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ব্যবহারকারীদের মতামত পর্যালোচনা করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে লেখা শনাক্তে নতুন টুল তৈরির জন্য গবেষণা করছি। এআই ক্লাসিফায়ার বন্ধ করা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্তের জন্য টুল তৈরির পরিকল্পনা রয়েছে ওপেন এআইয়ের।’

আরও পড়ুন

গত ফেব্রুয়ারি মাসে এআই ক্লাসিফায়ার টুল চালু করে ওপেনএআই। টুলটি ব্যবহার করে সহজেই যেকোনো চ্যাটবটের লেখা শনাক্ত করা যাবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে কয়েক মাস ব্যবহারের পর টুলটির কার্যকারিতা বা ফলাফল পুরোপুরি নির্ভুল নয় বলে ব্যবহারকারীদের সতর্ক করে ওপেনএআই। ব্যবহারকারীদের অভিযোগ এবং ফলাফল পর্যালোচনা করেই মূলত এআই ক্লাসিফায়ারের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তবে যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই ব্রাউজারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান সিমিলার ওয়েব।
সূত্র: দ্য ভার্জ