ই-মেইল যাচাইকরণ সুবিধার ত্রুটি সমাধান করল গুগল

শনাক্তের ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইল যাচাইকরণ সুবিধার ত্রুটি সমাধান করেছে গুগলরয়টার্স

ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে ই-মেইল যাচাইকরণ বা ভেরিফিকেশন সুবিধা রয়েছে গুগলের। গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা দেওয়ার কাজে ব্যবহৃত এই সুবিধাতেই নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। গুগল জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই গোপনে গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট তৈরি করতে পারত। আর তাই শনাক্তের ৭২ ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি করে ত্রুটিটির সমাধান করা হয়েছে।

গুগলের তথ্যমতে, ই-মেইল ভেরিফিকেশন সুবিধায় থাকা ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তে গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট তৈরিসহ অন্যদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। গত কয়েক সপ্তাহ ধরে গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট তৈরির বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করে এ ত্রুটি খুঁজে পাওয়া গেছে। সমস্যা সমাধানে ত্রুটি শনাক্তের পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

ই-মেইল ভেরিফিকেশন সুবিধায় থাকা ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে ডোমেইন ঠিকানা যাচাই ছাড়াই কয়েক হাজার গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট তৈরি করেছে হ্যাকাররা। তবে এ ত্রুটি কাজে লাগিয়ে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো ঘটনা শনাক্ত করা হয়নি বলে জানিয়েছে গুগল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন