নতুন রূপে হোয়াটসঅ্যাপের টাইপিং ইন্ডিকেটর

হোয়াটসঅ্যাপের টাইপিং ইন্ডিকেটরছবি: হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য নতুন ‘টাইপিং ইন্ডিকেটর’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। চলতি সপ্তাহেই এটি সবার জন্য উন্মুক্ত হবে।

এত দিন হোয়াটসঅ্যাপে চ্যাটবারের ওপরে টাইপিং স্ট্যাটাস দেখা যেত। তবে এবার নতুন হালানাগাদের মাধ্যমে টাইপিং ইন্ডিকেটর সরাসরি চ্যাট ফিডে দেখা যাবে। নতুন নকশায় টাইপিং ইন্ডিকেটর একটি চলমান ডটের বুদ্‌বুদ্‌ আকারে চ্যাট উইন্ডোর ডানে দেখা যাবে। এর মাধ্যমে বার্তা পাঠানোর আগে অন্যের টাইপিং কার্যক্রম সহজেই নজরে আসবে। নতুন টাইপিং ইন্ডিকেটর সুবিধাটি ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও দেখা যাবে। এমনকি গ্রুপ চ্যাটে একাধিক ব্যক্তি লিখছেন বা টাইপ করছেন কি না, সেটিও টাইপিং ইন্ডিকেটর থেকে দেখা যাবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে এটি চালু করার প্রয়োজন হবে না।

এর আগে ব্যবহারকারীরা চ্যাটে অপর প্রান্তে থাকা ব্যক্তির প্রোফাইল ছবির নিচে ‘টাইপিং’ ট্যাগ হিসেবে স্ট্যাটাস দেখতে পেতেন। টাইপ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি ‘অনলাইন’ স্ট্যাটাসে পরিবর্তিত হতো। তবে নতুন হালনাগাদে আরও সহজে টাইপিং বাবলের সাহায্যে অপর প্রান্তের ব্যক্তির টাইপিং স্ট্যাটাস দেখতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে।

টাইপিং ইন্ডিকেটর হালনাগাদ করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও কিছু নতুন সুবিধা নিয়ে কাজ করছে। মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট মেমোরি এবং ভয়েস মোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ‘জেমিনি লাইভ’–এর মতো সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চ্যাট ইন্টারফেসের থিম পরিবর্তনের সুযোগ আনছে। এটি লাইট ও ডার্ক মোডের বাইরে গিয়ে ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, কাস্টম লিস্ট তৈরির সুবিধা যুক্ত করা হয়েছে, যা চ্যাট ফিডের শীর্ষে দেখা যাবে।

সূত্র: নিউজ১৮ ডটকম