এক ব্যক্তির কণ্ঠ অন্য ব্যক্তির কণ্ঠস্বরে রূপান্তর করবে এআই কনভার্টার
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে এক ব্যক্তির কণ্ঠস্বরকে তাৎক্ষণিকভাবে অন্য ব্যক্তির কণ্ঠস্বরে রূপান্তর করতে সক্ষম এআই কনভার্টার তৈরি করেছে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। ‘স্ট্রিমভয়েস’ নামের এআই কনভার্টারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এআই কনভার্টারটির অপব্যবহারের আশঙ্কা থাকায় উন্মুক্তের আগেই উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা।
জানা গেছে, এআই প্রযুক্তি কাজে লাগিয়ে তাৎক্ষণিকভাবেই এক ব্যক্তির কণ্ঠস্বর অন্য ব্যক্তির কণ্ঠস্বরে রূপান্তর করতে পারে স্ট্রিমভয়েস কনভার্টার। এ জন্য যে ব্যক্তির কণ্ঠস্বরে কথা রূপান্তর করতে হবে সে ব্যক্তির কথা প্রথমে শোনানো হয় কনভার্টারটিকে। এরপর কনভার্টারটি চালু করে কোনো কথা বললে সঙ্গে সঙ্গেই সে ব্যক্তির কণ্ঠস্বরে সেগুলো শোনা যাবে। চাইলে ধারণ করা বার্তাও সেই ব্যক্তির কণ্ঠস্বরে শোনাবে কনভার্টারটি।
গবেষকেরা বলছেন, এক সেকেন্ডেরও কম সময়ে এক কণ্ঠ থেকে অন্য কণ্ঠে কথা রূপান্তর করতে পারে কনভার্টারটি। মেটার এললামা ল্যাঙ্গুয়েজ মডেল ও অডিওডেক ওপেনসোর্স কোডের সমন্বয়ে কনভার্টারটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বাইটড্যান্স। প্রাথমিকভাবে কনভার্টারটি মান্দারিন, ইংরেজি, ফিনিশ ও জার্মান ভাষার কথা শনাক্ত করতে পারবে।
বাইটড্যান্সের এআই কনভার্টারটির মাধ্যমে ডিপফেকের মতো সম্ভাব্য সাইবার অপরাধ হতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা গবেষকেরা। কেননা ইতিমধ্যেই অন্যের কণ্ঠস্বর বা চেহারা নকল করে ডিপফেক ভিডিও এবং অডিও তৈরি করে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। কণ্ঠস্বর পরিবর্তনের কনভার্টারটি উন্মুক্ত হলে এ ধরনের প্রতারণার ঘটনা আরও বাড়াবে।
সূত্র: বিজনেস ইনসাইডার