সাবধান, মাইক্রোসফটের চ্যাটবটের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে

বিং চ্যাট চ্যাটবটের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালানো হচ্ছেমাইক্রোসফট

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘বিং চ্যাট’–এর মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছেন হ্যাকাররা। ব্যবহারকারীরা কোনো বিষয়ে অনুসন্ধান করলে উত্তর জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখায় চ্যাটবটটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে চ্যাটবটটিতে ম্যালওয়্যার যুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রদর্শন করছেন হ্যাকাররা। বিজ্ঞাপনগুলোয় ক্লিক করে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে।

বিং চ্যাট চ্যাটবটের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণের ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যার বাইটস। প্রতিষ্ঠানটির তথ্য মতে, বিং চ্যাট চ্যাটবটে নির্দিষ্ট বিষয়ে তথ্য জানতে চাইলে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি স্পনসরড লিংক হিসেবে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখা যায়। অর্থের বিনিময়ে দেখানো এসব লিংকে ক্লিক করলে ভুয়া ওয়েবসাইট চালু হয় এবং বিভিন্ন প্রলোভনে সফটওয়্যার ডাউনলোড করতে বলা হয়। ম্যালওয়্যারযুক্ত সফটওয়্যারটি ডাউনলোড করলেই ব্যবহারকারীদের যন্ত্রের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের দখলে।

আরও পড়ুন

ম্যালওয়্যার বাইটসের তথ্য মতে, সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে বিং চ্যাট ব্যবহারকারীদের লক্ষ্য করে ম্যালওয়্যার আক্রমণ চালিয়েছেন একদল হ্যাকার। তবে হ্যাকাররা কোন ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে এ হামলা চালিয়েছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন