গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ কি নিরাপদ

গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছেরয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে মাঝেমধ্যেই বিভিন্ন ক্ষতিকর অ্যাপ জায়গা করে নেয় গুগল প্লে স্টোরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান জেডস্কেলার জানিয়েছে, গত বছরের জুন থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত গুগল প্লে স্টোরে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াতে সক্ষম ২০০টির বেশি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। অ্যাপগুলো নামালেই ব্যবহারকারীদের অজান্তে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে।

জেডস্কেলারের তথ্যমতে, গুগল প্লে স্টোরে ম্যালওয়্যার ছড়াতে সক্ষম অ্যাপগুলো এরই মধ্যে প্রায় ৮০ লাখবার ডাউনলোড হয়েছে। ফলে গুগল প্লে স্টোরের মাধ্যমে প্রায় ৮০ লাখ ফোন ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। এ কারণে অসংখ্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে গুগল জানিয়েছে, ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো এরই মধ্যে প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে। গুগল প্লে প্রোটেক্টের আওতায় নিয়মিত ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ব্লক বা মুছে ফেলার পাশাপাশি সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য ব্যবহারকারীদের সতর্ক করে থাকে গুগল।

আরও পড়ুন

প্লে স্টোরের মাধ্যমে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ফোনে ছড়িয়ে পড়া ঠেকাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জেডস্কেলার। প্রতিষ্ঠানটির তথ্যমতে, অনলাইন থেকে অ্যাপ নামানোর আগে অবশ্যই নির্মাতা প্রতিষ্ঠানের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অ্যাপটির অন্য ব্যবহারকারীদের মতামত জানতে হবে। এরপর অ্যাপটির তথ্য সংগ্রহের নীতিমালা পড়ে দেখার পাশাপাশি ফোনের কোন কোন যন্ত্রাংশ নিয়ন্ত্রণের অনুমতি নিচ্ছে, তা জানতে হবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার