স্ন্যাপচ্যাট লেন্সে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

স্ন্যাপচ্যাটে এআইয়ের নানা সুবিধা আসছে
সংগৃহীত

অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) লেন্সে খুব শিগগিরই চ্যাটজিপিটির সুবিধা চালু হচ্ছে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বার্ষিক ডেভেলপার অনুষ্ঠান লেন্স ফেস্টে এ তথ্য জানানো হয়। এ সুবিধা ব্যবহারের জন্য লেন্স স্টুডিও ৫.০ বেটা টুল উন্মুক্ত করা হয়েছে। ডেভেলপাররা লেন্স স্টুডিওর নতুন এই বেটা সংস্করণে ফিল্টার তৈরি করে চ্যাটজিপিটি যোগ করতে পারবেন।

এআর লেন্সে কোনো ফিল্টার যোগ করে সে বিষয়ক প্রশ্ন করা হলে উত্তর দেবে চ্যাটজিপিটি। ষষ্ঠ বার্ষিক লেন্স ফেস্টে স্ন্যাপচ্যাট জানায়, যেকোনো ডেভেলপার এখন তাঁদের লেন্সে চ্যাটজিপিটির সুবিধা যোগ করতে পারবেন। এর ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা নতুন একধরনের শিখনপ্রক্রিয়া, কথোপকথন ও সৃজনশীলতার অভিজ্ঞতা পাবেন।

এর আগে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কাজে লাগিয়ে নিজস্ব চ্যাটবট ‘মাই এআই’ চালু করে স্ন্যাপচ্যাট। এর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ফিল্টার ব্যবহার করতে পারেন। শুধু তা–ই নয়, চ্যাটবট কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবিও আদান-প্রদান করা যায়। এআই প্রযুক্তিভিত্তিক চ্যাটবটটির মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যায়। নিজেদের প্রয়োজনমতো বিটমোজি স্টিকার পরিবর্তন করারও সুযোগ রয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া থ্রিডি ফেস মাস্ক জেনারেটর প্রযুক্তির ঘোষণাও দিয়েছে স্ন্যাপচ্যাট। যার ফলে লেন্স ব্যবহারকারীরা কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁদের নিজস্ব অভিব্যক্তি তৈরি করার সুযোগ পাবেন। স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বলা হয়, স্ন্যাপচ্যাটের এআর প্ল্যাটফর্মে এখন প্রায় ৩ লাখ ৩০ হাজার ডেভেলপার যুক্ত রয়েছেন। যাঁরা এখন পর্যন্ত ৩৫ লাখ লেন্স তৈরি করেছেন।

সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন