প্লে স্টোরে থাকা ৩৮ গেমে অ্যাডওয়্যারের সন্ধান পেয়েছে ম্যাকাফি
স্মার্টফোনে গেম খেলেন অনেকেই। এ জন্য বেশির ভাগ গেমারই গুগল প্লে স্টোর থেকে নিয়মিত গেম নামিয়ে থাকেন। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে থাকা বিভিন্ন গেমের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ছড়িয়ে পড়েছে ‘হিডেন অ্যাডস’ নামের অ্যাডওয়্যার। এরই মধ্যে প্লে স্টোরে থাকা ৩৮টি গেমে এ ধরনের অ্যাডওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির একদল গবেষক।
ম্যাকাফির তথ্যমতে, জনপ্রিয় গেম মাইনক্রাফটের অনুকরণে তৈরি হওয়ায় অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ভুল করে অ্যাডওয়্যারযুক্ত গেমগুলো নামিয়ে থাকেন। আর তাই এরই মধ্যে ৩ কোটি ৫০ লাখের বেশিবার নামানো হয়েছে গেমগুলো। অ্যাডওয়্যারযুক্ত গেমগুলো নামানোর পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখায়। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের অজান্তেই ফোনে বিজ্ঞাপন চালু করে। ফলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি তা গরম হয়ে যায়।
ম্যাকাফির তথ্যমতে, সবচেয়ে বেশিবার নামানো অ্যাডওয়্যারযুক্ত গেমের তালিকায় শীর্ষে রয়েছে ব্লক বক্স মাস্টার ডায়মন্ড। ১ কোটির বেশিবার নামানো হয়েছে গেমটি। ৫০ লাখবার নামানো অ্যাপগুলো হলো ক্র্যাফট সোর্ড মিনি ফান, ব্লক বক্স স্কাইল্যান্ড সোর্ড এবং ক্র্যাফ্ট মনস্টার ক্রেজি সোর্ড। ১০ লাখবার নামানো অ্যাপগুলো হলো ব্লক প্রো ফরেস্ট ডায়মন্ড, ব্লক গেম স্কাইল্যান্ড ফরেস্ট, ব্লক রেইনবো সোর্ড ড্রাগন ও ক্র্যাফট রেইনবো মিনি বিল্ডার।
প্লে স্টোরে থাকা বিভিন্ন গেমে অ্যাডওয়্যার থাকার বিষয়টি গুগলকেও জানিয়েছে ম্যাকাফি। বিষয়টি যাচাই-বাছাই করে এরই মধ্যে বেশ কিছু গেম প্লে স্টোর থেকে মুছে ফেলেছে গুগল।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর গেম বা অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও।
সূত্র: ব্লিপিং কম্পিউটার