২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গুগলের ত্রুটি ধরিয়ে দিলে পাওয়া যাবে সর্বোচ্চ পৌনে দুই কোটি টাকা পুরস্কার

গুগলফাইল ছবি

নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে ‘বাগ বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে গুগল। এ কর্মসূচির আওতায় গুগলের তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিতে পারলেই বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাওয়া যায়। নিরাপত্তাত্রুটি খুঁজে দিতে আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করতে সম্প্রতি নিজেদের বাগ বাউন্টি কর্মসূচির পুরস্কারের মূল্য বর্তমানের চেয়ে পাঁচ গুণ বাড়িয়েছে গুগল। নতুন এ সিদ্ধান্তের ফলে গুগলের একটি ত্রুটি ধরিয়ে দিলেই পাওয়া যাবে সর্বোচ্চ ১ লাখ ৫১ হাজার ৫১৫ মার্কিন ডলার বা ১ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১৭ টাকা ধরে)।

গুগলের তথ্য মতে, রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) প্রযুক্তিতে থাকা বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান দিলে ১ লাখ ১ হাজার ১০ মার্কিন ডলার বা ১ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা পুরস্কার পাওয়া যাবে। খুবই জটিল সমস্যার সমাধান করলে ১ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ত্রুটির ধরন বুঝে বিভিন্ন অর্থমূল্যের পুরস্কারও পাওয়া যাবে।

বাগ বাউন্টির পুরস্কারের অর্থ বাড়ানোর উদ্দেশ্য তুলে ধরে গুগল জানিয়েছে, ‘আমাদের প্রযুক্তিগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও সুরক্ষিত হয়ে উঠেছে। আর তাই এসব প্রযুক্তিতে থাকা ত্রুটি খুঁজে পেতে অনেক বেশি সময় প্রয়োজন হচ্ছে। এ বিষয় বিবেচনা করেই পুরস্কারের পরিমাণ পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।’

সূত্র: ব্লিপিং কম্পিউটার