মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে সাইবার হামলা

অক্টার গ্রাহক সমর্থন সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররারয়টার্স

বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা প্রযুক্তির সুবিধা দেওয়া মার্কিন প্রতিষ্ঠান ‘অক্টা’ নিজেই এবার সাইবার হামলার কবলে পড়েছে। সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সেবার সিস্টেম ব্যবহারকারীদের নাম ও ই-মেইল ঠিকানা চুরি করেছে একদল হ্যাকার। বিষয়টি স্বীকার করে নিজেদের প্রযুক্তি ব্যবহার করা গ্রাহকদের বার্তাও পাঠিয়েছে অক্টা কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রায় দুই মাস আগে এ সাইবার হামলা চালানো হলেও এত দিন তা প্রকাশ করেনি অক্টা কর্তৃপক্ষ। মূলত সাইবার হামলার ফলে ক্ষতির ধরন পর্যালোচনা করার পরপরই বিষয়টি সম্পর্কে গ্রাহকদের বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তায় বলা হয়েছে, অক্টার গ্রাহক সমর্থন সিস্টেমে সাইবার হামলা চালিয়ে একটি ফাইলে থাকা তথ্য সংগ্রহ করেছে হ্যাকাররা। ফাইলটিতে অক্টা থেকে গ্রাহক সেবা নেওয়া সব ব্যবহারকারীর নাম ও ই-মেইল ঠিকানা সংরক্ষণ করা ছিল।

অক্টা কর্তৃপক্ষ জানিয়েছে, সংগ্রহ করা নাম ও ই-মেইল ঠিকানা ব্যবহার করে এখন পর্যন্ত সাইবার হামলা চালানোর প্রমাণ পাওয়া যায়নি। তারপরও এসব তথ্য ফিশিং হামলা চালানোর কাজে ব্যবহার করা হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। তবে কীভাবে এ সাইবার হামলা চালানো হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া