ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি, আপনার সংস্করণ নিরাপদ তো?
ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে পাঁচটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, ত্রুটিগুলো ভয়ংকর। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীদের অজান্তে বিভিন্ন ক্ষতিকর ওয়েবসাইট চালু করতে পারে।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, উইন্ডোজের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১১৬.০.৫৮৪৫.১১০/১১১’ এবং ম্যাক ও লিনাক্সের জন্য তৈরি ‘১১৬.০.৫৮৪৫.১১০’ সংস্করণের আগের সব সংস্করণে এসব ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ফলে অসংখ্য ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
জানা গেছে, সিভিই-২০২৩-৪৪২৭, সিভিই-২০২৩-৪৪২৮, সিভিই-২০২৩-৪৪২৯, সিভিই-২০২৩-৪৪৩০ এবং সিভিই-২০২৩-৪৪৩১ নামের নিরাপত্তা ত্রুটিগুলো ক্রোম ব্রাউজারের ওয়েব পেমেন্টের এপিআই, সুইফট শেডার, ভিডিও, ওয়েবআরটিসিসহ বিভিন্ন প্রযুক্তির মধ্যে পাওয়া গেছে। এর ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া