গুগল ক্রোম বিক্রির আলোচনা কেন, এর বাজারমূল্য কত?
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি হলে এর সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক ৩০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর কারণে ক্রোমের এমন উচ্চমূল্যায়ন করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে ক্রোম ব্রাউজারকে আলাদা করার জন্য আদালতে আবেদন জানাতে প্রস্তুতি নিয়েছে। ডিওজের দাবি, ক্রোমের ৬১ শতাংশ বাজার দখল এবং গুগলের বিজ্ঞাপন ব্যবসায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ক্রোম ব্যবহারকারীদের তথ্য গুগলের বিজ্ঞাপনগুলোকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে সহায়তা করে। একই সঙ্গে এটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পণ্য ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিচারপতি অমিত মেহতা চলতি বছরের আগস্টে রায় দিয়েছেন, গুগল বেআইনিভাবে সার্চ ইঞ্জিন বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। ডিওজের প্রস্তাবিত সমাধান নিয়ে ২০২৪ সালের এপ্রিলে দুই সপ্তাহ ধরে শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২০২৫ সালের আগস্টে।
ক্রোম ব্রাউজার বিক্রির জন্য সঠিক ক্রেতা পাওয়া খুব সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। অ্যামাজনের মতো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এটি কেনার সামর্থ্য রাখলেও তারা কঠোর নিয়ন্ত্রক নজরদারির মুখে পড়তে পারে। অন্যদিকে ওপেনএআইয়ের মতো এআই প্রতিষ্ঠানগুলো ব্রাউজারটি কেনার ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। এই ব্রাউজার ব্যবহার করে তারা বিজ্ঞাপন খাতেও প্রবেশ করতে পারবে। তবে ক্রোমের বাজারমূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন এক বিশ্লেষক। তিনি ব্লুমবার্গকে বলেন, ক্রোম থেকে সরাসরি আয় হয় না। কিন্তু এটি মূলত গুগলের অন্যান্য সেবার প্রবেশদ্বার। এর আর্থিক মূল্য নির্ধারণ করা তাই বেশ জটিল।
গুগল অবশ্য এই বিক্রি প্রস্তাবের বিরোধিতা করছে। তাদের দাবি, ক্রোম ব্রাউজার আলাদা করলে উদ্ভাবনী কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে। গুগল তাদের আর্থিক প্রতিবেদনে ক্রোম থেকে অর্জিত আয় আলাদাভাবে উল্লেখ করে না। তবে ক্রোম ব্যবহারকারীদের তথ্য গুগলের বিজ্ঞাপন ব্যবসার অন্যতম মূল উপাদান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া