টুইটার লিংকের সারসংক্ষেপ দেখছেন না আইফোন ব্যবহারকারীরা

আইফোনে টুইটার লিঙ্কের প্রিভিউ দেখা যাচ্ছে না
সংগৃহীত

আইফোন ব্যবহারকারীরা টুইটার নিয়ে কোনো পোস্টের পাঠানো লিংকের সারসংক্ষেপ বা প্রিভিউ দেখতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। আইমেসেজ এবং স্ল্যাকে ব্যবহারকারীরা টুইটার লিংক পাঠালে এর প্রিভিউ দেখা যাচ্ছে না।

বার্তা পাঠানোর যেকোনো মেসেজিং প্ল্যাটফর্মে কোনো লিংক পাঠালে সাধারণত ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই সেটির একটি প্রিভিউ দেখতে পান। প্রিভিউয়ে লিংকটির লেখার মূল বিবরণ, শিরোনাম, থাম্বনেইল (ছোট ছবি) দেখা যায়। ফলে লিংকটিতে ক্লিক না করেই এ সম্পর্কে ধারণা পেয়ে থাকেন ব্যবহারকারী।

অভিযোগে বলা হয়েছে, মেসেজিং প্ল্যাটফর্মে টুইটার পোস্টের লিংকের প্রিভিউ দেখতে পারছেন না আইফোন ব্যবহারকারীরা। বিভিন্ন সংবাদমাধ্যম এ অভিযোগের সত্যতা পেয়েছে।

এ সমস্যার ফলে আইফোন, ম্যাক ও অন্যান্য যন্ত্রের আইমেসেজ ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। লিংকের সারসংক্ষেপ দেখা গেলে লিংকে প্রবেশ করে প্রাথমিক ধারণা নেওয়ার প্রয়োজন হয় না। বলা হচ্ছে, আইফোন ও টুইটারের সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে এমন সমস্যা তৈরি হয়েছে।

এর আগেও ২০২২ সালে টুইটার লিংক নিয়ে আইফোন ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তখন তৎক্ষণাৎ এ সমস্যার সমাধান করা হয়। তবে এবার এ সমস্যা নিয়ে এখনো আইফোন বা টুইটার কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি।