ইউটিউব ভিডিওর সংক্ষিপ্ত বর্ণনা লিখে দেবে এআই
অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। তবে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে ধারণা না পাওয়ার কারণে বড় আকারের ভিডিওগুলো দেখেন না অনেকেই। এ সমস্যা সমাধানে ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। এআই টুলটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে সংক্ষিপ্ত বর্ণনা লিখে দেবে। এর ফলে ক্লিক না করেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা নেওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটির মাধ্যমে লেখা বর্ণনা ‘ওয়াচ’ এবং ‘সার্চ পেজেস’ অপশনে পাওয়া যাবে। আর তাই ভিডিও নির্মাতার দেওয়া থাম্বনেইলের পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্ত বর্ণনা আলাদাভাবে দেখতে পারবেন দর্শকেরা। এর ফলে ভালো মানের ভিডিওগুলো সম্পর্কে আগাম ধারণা সহজেই পাওয়া যাবে।
ইউটিউব জানিয়েছে, এআই টুলটি প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় তৈরি ভিডিওগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করে সংক্ষিপ্ত বর্ণনা লিখে দেবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতা ও দর্শকের ওপর টুলটির কার্যকারিতা পরখ করে দেখা হচ্ছে। ব্যবহারকারীদের মতামত পর্যালোচনা করে টুলটির মানোন্নয়ন করে শিগগিরই উন্মুক্ত করা হবে।
সম্প্রতি আকারে ছোট শর্টস ভিডিওর বর্ণনা তৈরির জন্য এআই টুল ‘ফ্ল্যামিনগো’ উন্মুক্ত করেছে গুগলের ডিপমাইন্ড। নতুন টুলটির পাশাপাশি ক্লিপনট ডট এআই, স্কিপইট ডট এআই, স্ক্রিভিসহ বেশ কিছু ভিডিও সামারাইজার টুল ব্যবহার করা যায় ইউটিউব ভিডিওতে। তবে এসব টুল আকারে বড় ভিডিওর সংক্ষিপ্ত বর্ণনা ভালোভাবে লিখতে পারে না বলে অভিযোগ করেছেন অনেক নির্মাতা। আর তাই নতুন এআই টুলটি চালু হলে আকারে বড় ভিডিওগুলোর দর্শকসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ