২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাবধান! এক মিনিটেই পাসওয়ার্ড হ্যাক করা যায়

মাত্র এক মিনিটেই পাসওয়ার্ড হ্যাক করা যায়পিক্সাবে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল নিয়ে সম্প্রতি প্রযুক্তিবিশ্বে চলছে নানা আলোচনা। একই সঙ্গে বেড়েছে এআই টুল ব্যবহারকারীর সংখ্যাও। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে সহায়তা করলেও এ প্রযুক্তির কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা–বিশ্লেষকেরা।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হোম সিকিউরিটি হিরোজ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, বিভিন্ন অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ ওয়েবসাইটে ব্যবহারকারীদের দেওয়া পাসওয়ার্ডগুলোর প্রায় ৫১ শতাংশ মাত্র এক মিনিটেই হ্যাক করতে পারে এআই। ৬৫ শতাংশ পাসওয়ার্ড হ্যাক করতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। পাসজেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পাসওয়ার্ড হ্যাকিং টুল ব্যবহার করে দেড় কোটিরও বেশি পাসওয়ার্ডের ওপর পরীক্ষা চালিয়ে এ ফলাফল পাওয়া গেছে।

আরও পড়ুন

হোম সিকিউরিটি হিরোজ জানিয়েছে, যেসব পাসওয়ার্ড ১৮ অক্ষরের বেশি সেগুলো তুলনামূলক বেশি নিরাপদ। ১০ অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি বেশি। তবে ছোট বড় অক্ষরের সঙ্গে সংখ্যা, প্রতীক যোগ করা পাসওয়ার্ড শক্তিশালী হওয়ায় সহজে তা হ্যাক করতে পারে না কৃত্রিম বৃদ্ধিমত্তা। আর তাই অনলাইনে নিরাপদে থাকতে হলে কমপক্ষে ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে ছোট বড় অক্ষরের সঙ্গে সংখ্যা, প্রতীক যোগ করার পাশাপাশি গতানুগতিক তথ্য যুক্ত না করারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া