অ্যাপ স্টোরে ভুয়া অ্যাপ, আপনার আইফোনে অ্যাপটি আছে কি
বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপে দ্রুত প্রবেশ করতে ‘লাস্টপাস’ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন অনেকেই। পাসওয়ার্ড ব্যবস্থাপনার ক্ষেত্রে লাস্টপাস সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য হওয়ার প্রায় একই নামে ভুয়া পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা। অ্যাপলের নিরাপত্তাব্যবস্থাকে বোকা বানিয়ে অ্যাপ স্টোরে জায়গা করে নেওয়ায় ব্যবহারকারীরাও অ্যাপটি নামিয়ে নিশ্চিন্তে ব্যবহার করছেন। অ্যাপটির কারণে ব্যবহারকারীদের সব তথ্য ফাঁস হতে পারে বলে সবাইকে সতর্ক করেছে লাস্টপাস কর্তৃপক্ষ।
লাস্টপাসের ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো এক অসাধু অ্যাপ নির্মাতা লাস্টপাস অ্যাপের আদলে ‘লাসপাস’ নামে ভুয়া পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ তৈরি করেছে। নামের মিল থাকায় অনেকেই অ্যাপ স্টোর থেকে ভুয়া অ্যাপটি নামিয়ে ব্যবহার করছেন। অ্যাপটির মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও তথ্য ফাঁস হতে পারে। ফলে সাইবার হামলার শঙ্কায় রয়েছেন অ্যাপটির ব্যবহারকারীরা।
লাস্টপাসের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে অ্যাপ স্টোর থেকে লাসপাস অ্যাপ মুছে ফেলেছে অ্যাপল। তবে আইফোনে থাকা অ্যাপটি এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই দ্রুত নিজেদের আইফোন থেকে লাসপাস অ্যাপ মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ব্লিপিং কম্পিউটার