অ্যান্ড্রয়েড যন্ত্রের অপারেটিং সিস্টেম ও প্রসেসরে একাধিক ত্রুটি
অ্যান্ড্রয়েড যন্ত্রে অপারেটিং সিস্টেম ও প্রসেসরে কয়েকটি ত্রুটি খুঁজে পেয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এসব ত্রুটির ফলে হ্যাকাররা যন্ত্রে প্রবেশ করে গোপন তথ্য সংগ্রহের পাশাপাশি দূর থেকে সংকেতও (কোড) বসাতে পারবে। সিইআরটি-ইন বলছে, অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ত্রুটি দেখা দিয়েছে।
সিইআরটি-ইন বলছে, অ্যান্ড্রয়েডের সিস্টেম, গুগল প্লে সিস্টেম হালনাগাদ, ফ্রেমওয়ার্ক, কারনেল মিডিয়াটেক কম্পোনেন্টস, এআরএম কম্পোনেন্টস, ইমাজিনেশন টেকনোলজিস এবং কোয়ালকম ক্লোজ সোর্স কম্পোনেন্টসে এসব ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি থাকলে কোয়ালকম এবং মিডিয়াটেক প্রসেসরে চলা অ্যান্ড্রয়েড যন্ত্রে অনুপ্রবেশ করতে পারেন সাইবার অপরাধীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে ঢোকার পর যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এর আগে গত সপ্তাহে আইফোন ব্যবহারকারীদের জন্যও একই সতর্কতা জারি করেছে সিইআরটি-ইন।
ইতিমধ্যে এসব ত্রুটি সমাধানের জন্য নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করেছে বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠান। এসব নিরাপত্তা ত্রুটি থেকে সুরক্ষিত থাকতে অপারেটিং সিস্টেম এবং অ্যাপের সর্বশেষ হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। এছাড়া নিরাপত্তা হালনাগাদ ব্যবহারের পাশাপাশি বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি অ্যাপ ও অপারেটিং সিস্টেমের হালনাগাদপ্রাপ্তি স্বয়ংক্রিয় করে দিতে পারেন ব্যবহারকারীরা। এ ছাড়া অচেনা উৎস থেকে আসা ই–মেইল, এসএমএস ও যেকোনো বার্তায় থাকা ওয়েবসাইট লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।
এর আগে গত মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাঠামো, সিস্টেম, গুগল প্লে সিস্টেমের হালনাগাদ, প্রসেসরের উপাদান (এআরএম কম্পোনেন্টস), মিডিয়াটেক প্রসেসরের উপাদান, কোয়ালকম প্রসেসরের উপাদান ইত্যাদিতে নিরাপত্তাত্রুটি রয়েছে বলে সতর্কতা জারি করেছে সিইআরটি-ইন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া