কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা

সাইবার হামলাফাইল ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিবন্ধ, ই-মেইল লেখাসহ প্রাত্যহিক জীবনের নানা কাজ করার পাশাপাশি প্রোগ্রামের কোডও লেখা যায়। প্রোগ্রামের কোড লেখার এ সুবিধা অপব্যবহার করে এআইয়ের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল কোডবিশিষ্ট ম্যালওয়্যার তৈরি করছে একদল হ্যাকার। শুধু তাই নয়, এসব ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলাও চালাচ্ছে তারা। ফলে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

সম্প্রতি এআই দিয়ে লেখা ‘এসিঙ্কর‍্যাট’ ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলার সন্ধান পেয়েছেন গবেষকেরা। ফ্রান্সে বসবাসকারীদের লক্ষ্য করে ই–মেইলের মাধ্যমে এ সাইবার হামলা চালানো হয়। এইচপির গবেষকেরা গত জুন মাসে একটি সাইবার হামলার সন্ধান পান। সে হামলায় ব্যবহৃত ম্যালওয়্যারও এআই দিয়ে লিখে নেওয়া হয়েছে। এইচপির গবেষকদের তথ্যমতে, এইচটিএমএল স্মাগলিং প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড প্রটেক্টেড জিপ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। ম্যালওয়্যারটি নিরাপত্তা ফিল্টারকে এড়িয়ে সরাসরি ব্যবহারকারীর ব্রাউজারে প্রবেশ করতে পারে। পাসওয়ার্ড প্রটেক্টেড জিপ ফাইল ব্যবহৃত হওয়ায় নিরাপত্তা স্ক্যানেও ম্যালওয়্যারটি শনাক্ত করা যায় না। ফলে কম কারিগরি দক্ষতা থাকা সত্ত্বেও সাইবার অপরাধীরা এআইয়ের মাধ্যমে জটিল ম্যালওয়্যার তৈরি করে ভয়ংকর সাইবার হামলা চালাচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, এআই দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ম্যালওয়্যারের কোড লিখে নেওয়া যায়। শুধু তাই নয়, লিন্যাক্স বা উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেমের ভিন্নতা ও অঞ্চলভেদে এআইয়ের মাধ্যমে সাইবার হামলার ধরনও পরিবর্তন করা যায়। সাধারণ ম্যালওয়্যার শনাক্তে প্রচলিত সিস্টেমে একধরনের বিশেষ কাঠামো অনুসরণ করা হয়। কিন্তু এআই দিয়ে লিখে নেওয়া ম্যালওয়্যার কোড আরও নিখুঁত হওয়ায় সেগুলো সহজে শনাক্ত করা যায় না। ফলে এআই দিয়ে তৈরি ম্যালওয়্যার হচ্ছে আরও ভয়ংকর। যা আরও বেশি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার