এক অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা যন্ত্রে কল স্থানান্তরের সুবিধা আনছে গুগল
গত মে মাসে নিজেদের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন আই/ও আয়োজনে অ্যান্ড্রয়েড যন্ত্রের জন্য ‘ক্রস ডিভাইস শেয়ারিং’ সুবিধা আনার ঘোষণা দেয় গুগল। অ্যান্ড্রয়েড সেন্ট্রালের এক প্রতিবেদনে জানা গেছে, ক্রস ডিভাইস শেয়ারিংয়ের নতুন দুটি সুবিধা কল কাস্টিং ও ইনস্ট্যান্ট হটস্পট উন্মুক্ত করতে কাজ করছে গুগল।
প্রতিবেদনে বলা হয়, পরবর্তী হালনাগাদে নতুন সুবিধা দুটি ব্যবহার করা যাবে। যেসব ব্যবহারকারী এ দুটি সেবার সমর্থন সুবিধা পাবেন, তাঁরা যন্ত্রের সেটিংসে গিয়ে ক্রস ডিভাইস সার্ভিস অপশন দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড ১১ ও পরবর্তী অপারেটিং সিস্টেমের যন্ত্রে এ সুবিধা দুটি ব্যবহার করা যাবে। এখন গুগল প্লে সার্ভিসের ২৪.২৮.৩৪ সংস্করণের বেটা ব্যবহারকারীরা কল কাস্টিং ও ইনস্ট্যান্ট হটস্পট সুবিধা দুটি ব্যবহার করতে পারছেন।
কল কাস্টিং নামের নতুন এ সুবিধাটির ফলে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এক অ্যান্ড্রয়েড যন্ত্র থেকে অন্য অ্যান্ড্রয়েড যন্ত্রে সাধারণ ও ভিডিও কল স্থানান্তর করতে পারবেন। এ জন্য কাস্ট বাটন নির্বাচন করতে হবে। এ ছাড়া ইনস্ট্যান্ট হটস্পট সুবিধার মাধ্যমে একই গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে হটস্পট চালু করে অন্য যন্ত্রে ইন্টারনেট শেয়ার করা যাবে। এ জন্য কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্লুটুথ ও ডিভাইস লোকেশন চালু করে রাখতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনগ্যাজেট