হোয়াটসঅ্যাপ হালনাগাদের প্রলোভনে সাইবার হামলা
হোয়াটসঅ্যাপ হালনাগাদের প্রলোভনে সাইবার হামলা চালাচ্ছে একদল সাইবার অপরাধী। এ জন্য প্রথমে ‘পিংক হোয়াটসঅ্যাপ’ ব্যবহারের প্রলোভন দেখিয়ে লিংকযুক্ত একটি বার্তা পাঠায় তারা। বার্তায় জানানো হয়, হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে গোলাপি পটভূমি যুক্ত করার পাশাপাশি বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। পিংক হোয়াটসঅ্যাপ নামের অ্যাপ নামালে এ সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ফোনে পিংক হোয়াটসঅ্যাপ নামের ভুয়া অ্যাপটি ইনস্টল হয়ে তথ্য চুরি করতে থাকে।
জানা গেছে, সাইবার অপরাধীদের প্রলোভনে পড়ে কেউ ‘পিংক হোয়াটসঅ্যাপ’ অ্যাপ নামালেই তাঁর অ্যাকাউন্ট থেকে বন্ধু তালিকায় থাকা অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে একই বার্তা স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। বার্তাটি পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে পাঠানোর ফলে অনেকেই তথ্য যাচাই না করে ভুয়া হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন। ফলে সাইবার অপরাধীরা সহজেই তথ্য চুরি করতে পারে।
হোয়াটসঅ্যাপের ভুয়া অ্যাপটি ফোনে প্রবেশ করেই ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্য, বিভিন্ন সেবার ওটিপিসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ফলে সাইবার অপরাধীরা তথ্য চুরির পাশাপাশি চাইলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ফোন নিয়ন্ত্রণ করতে পারে।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের মতে, অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকে বিরত থাকতে হবে। শুধু তা–ই নয়, অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও।
সূত্র: গ্যাজেটস নাউ